E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় ঋতু প্রকল্পের মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা

২০১৮ জুন ০৭ ১৮:৩৩:০৬
কেন্দুয়ায় ঋতু প্রকল্পের মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় র্ডপ ঋতু প্রকল্পের উদ্যোগে স্কুলে ঋতুকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা বিষয়ক সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। এ সময় অন্যদের মধ্যে রাখেন, আশুজিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সরকার, গন্ডা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান রোমানা ফেরদৌসী রীতা, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা, ঋতু প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম ও মিতু সরকার প্রমুখ।

সভার শুরুতে প্রকল্পের অগ্রগতি নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, ঋতু প্রকল্প নেত্রকোনা জেলার প্রজেক্ট ম্যানেজার আহম্মেদ হোসেন। তিনি বলেন, ঋতুকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা সম্পর্কে শিক্ষার্থীদেরকে সচেতন করে তুলতে উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ে ঋতু প্রকল্পের কাজ চলছে। এতে আমরা সকলের সহযোগিতাও পাচ্ছি।

সভার প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল ঋতু প্রকল্প কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি প্রতিটি বিদ্যালয়ে আগামী অর্থবছরে বাথরুম তৈরীর জন্য সকল ইউপি চেয়ারম্যানকে অনুরোধ জানান।

এছাড়া ১২টি বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে ৫৭ টি মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানগুলোকে ডরপের আওতায় আনার দাবী জানান।

সভার সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, আমরা প্রত্যেকই এ প্রক্রিয়ার মাধ্যমে জন্মগ্রহণ করেছি। তাই নারীদের প্রতি সম্মান রেখে ঋতুকালীন করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা প্রত্যেকটি বিদ্যালয়কে ‘গ্রীন স্কুল, ক্লীন স্কুল’ হিসাবে গড়ে তুলতে চাই। মূলত প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান একেকটি মানবসম্পদ তৈরির কারখানা হিসেবে গড়তে সকলের সহযোগিতা চাই।

(এসবি/এসপি/জুন ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test