E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা পল্লী বিদ্যুতের ঘুষখোর কর্মচারীকে গণপিটুনি, আ. লীগ নেতার নামে মামলা দেওয়ার অভিযোগ

২০১৮ জুন ০৮ ১৩:৪৪:১৭
সাতক্ষীরা পল্লী বিদ্যুতের ঘুষখোর কর্মচারীকে গণপিটুনি, আ. লীগ নেতার নামে মামলা দেওয়ার অভিযোগ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পল্লী বিদ্যুৎ এর এক কর্মচারিকে গণধোলাই দেওয়ার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ৩ জুন পল্লী বিদ্যুৎ এর সাতক্ষীরা শাখার সহকারি জেনারেল ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক বাদি হয়ে কালিগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

অভিযোগ, ঘটনাস্থলের প্রকৃত অবস্থান, ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের সাক্ষী না রেখে ও বর্ণনার পরিবর্তন ঘটিয়ে একটি মহলের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে এ ধরণের পরিকল্পিত মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, পল্লী বিদ্যুৎ কালিগঞ্জ শাখার ওয়ারিং পরিদর্শক শেখ মামুন বিদ্যুৎ বিল আদায়ে অনিয়ম ও দূর্ণীতির আশ্রয় নিয়ে বিভিন্ন এলাকায় ব্যাপক চাঁদাবাজি করে আসছিলেন। গত ২৮ মে সকাল ১১টার দিকে তিনি কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুধনপুর চৌমুহনী এলাকায় যান। এ সময় তিনি বিদ্যুতের বিল পরিশোধ থাকা কয়েকজনের কাছ থেকে পরবর্তী বিলে কম টাকা তুলে দেওয়ার কথা বলেন।

এ সময় বিল পরিশোধের পরও তিনি ব্যবসায়ি খলিলুরের কাছে অতিরিক্ত টাকা চান। এতে তাকে গনধোলাই দেয় ক্ষুব্ধ জনতা। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সাতক্ষীরা অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু আশরাফ মোঃ সালেহ বাদি হয়ে ২৮ মে থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাতে শেখ আল মামুনকে মারপিট ও ৩০ হাজার টাকা কেড়ে নেওয়ার অভিযোগ করা হয়। অভিযোগে কোন সাক্ষীর কথা বলা হয়নি। ঘটনার সত্যতা না পাওয়ায় মামলা হয়নি।

সুত্রটি আরো জানান, এ ঘটনাকে পুঁজি করে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানবাধিকার কর্মী মোসলেম আলীর হত্যাকারি, ২০১৩ এর ২৮ ফেব্র“য়ারি পরবর্তী নাশকতার মামলার আসামী বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, বন্দকাটি গ্রামের মাহাববুর রহমান মুকুল, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, সাগরসহ একটি মহল ক্ষমতাসীন দলের একটি অংশকে ম্যানেজ করে পুলিশের সহায়তায় উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আবু তালেবসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার করার পরিকল্পনা করেন।

এরই অংশ হিসেবে গত ৩ জুন অভিযোগ পরিবর্তন করে তাতে কালেকশনের ৩০ হাজার টাকার পরিবর্তে এক লাখ ২০ হাজার টাকা, ছয় আনা ওজনের সোনার আংটি, ৪৩ হাজার ২০০ টাকার বৈদ্যুতিক মালামাল ভাঙচুরের অভিযোগ আনা হয়। এমনকি আসামীদের বিরুদ্ধে একটি সাজানো অভিযোগ দাঁড় করিয়ে স্থানীয় কোন সাক্ষীদের সাক্ষ্য না করে তাদেরই তিন কর্মীকে সাক্ষী করা হয়েছে।

বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুধনপুর চৌমুহুনী কালিগঞ্জ থানা থেকে ১০ কিলোমিটার দূরে হলেও মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর চৌমুহনী ঘটনাস্থল ও আসামীদের ঠিকানা একই দেখিয়ে তা থানা ধেকে ছয় কিলোমিটার দূরে দেখানো হয়েছে। নতুন অভিযোগে বাদি হয়েছেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আবু বক্কর ছিদ্দিক। গনধোলাই এর স্থান ও আসামীদের ঠিকানা বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুধনপুর চৌমুহুনীর স্থলে মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর দেখানোয় পূরা মামলাটি যে সাজানো তা প্রমাণিত হয়েছে। পূর্ব বিরোধ থাকায় নতুন করে অভিযোগ করার কাজে সহযোগিতা করেছেন কালিগঞ্জ থানার উপপরিদর্শক নিয়াজ মোহাম্মদ খাঁন। মামলাটি রেকর্ড হওয়ার পর এক সময়কার কালিগঞ্জ থানায় কর্মরত সহকারি উপপরিদর্শক নিয়াজ মোহাম্মদ খান কৌশলে এ মামলার তদন্তকারি কর্মকর্তা হয়েছেন।

জানতে চাইলে পল্লী বিদ্যুতের সাতক্ষীরা অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু আশরাফ মোঃ সালেহ সাংবাদিকদের বলেন, তিনি ২৮ মে যে অভিযোগ করেছিলেন তা এজাহার হিসেবে উপযুক্ত না হওয়ায় পরিবর্তণ করা হয়েছে। তবে অভিযোগে কোন সংশোধনী আনা হয়েছে কিনা সেটা তার জানা নেই। কারো দারা প্রভাবিত হয়ে নয়, বাস্তবতার ভিত্তিতে মামলা করা হয়েছে।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক নিয়াজ মোহাম্মদ খান পল্লী বিদ্যুতের দায়েরকৃত মামলার ত্র“টি সংশোধন করে সিডিতে উল্লেখ করা হবে। আওয়ামী লীগ নেতা আবু তালেবকে গ্রেফতারের জন্য সম্ভাব্য সকল জায়গায় অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া বিস্তারিত কিছু জানতে হলে ওসি সাহেবের কাছে শুনতে হবে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করতে হবে।

(আরকে/এসপি/জুন ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test