E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বিশ্বকাপ ফুটবল নিয়ে গৌরীপুরে উন্মাদনা, পতাকা বিক্রির হিড়িক

২০১৮ জুন ০৯ ১৮:০১:০৭
বিশ্বকাপ ফুটবল নিয়ে গৌরীপুরে উন্মাদনা, পতাকা বিক্রির হিড়িক

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর বিশ্বকাপ ফুটবল দরজায় কড়া নাড়ছে। ইতিমধ্যেই কাউন্ট ডাউনও শুরু হয়েছে। ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৫ দিন বাকি। 

ইতিমধ্যেই বিশ্বকাপ জ্বরে ভুগতে শুরু করেছে ময়মনসিংহের গৌরীপুরের ক্রীড়ামোদি দর্শকরা। চলছে উন্মাদনা। কে কোন দলের সমর্থক, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। গৌরীপুরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক তুলনামূলক বেশি থাকায় এই দুটি দল নিয়েই মাতামাতি তুঙ্গে।

তবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবং দু’বারের শিরোপাজয়ী আর্জেন্টিনার সমর্থক বেশি হলেও ইতালি, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, ডেনমার্ক, রাশিয়া ও উরুগুয়ের সমর্থকও একেবারে কম নয়। এই মাতামাতির অংশ হিসেবে শুরু হয়েছে সমর্থকদের দেশের পতাকা টানানো ও জার্সি ক্রয়। ক্রীড়ামোদি দর্শকদের এই প্রস্তুতির সুযোগ নিয়ে বসে নেই পতাকা আর জার্সি বিক্রেতারাও।

ব্যবসায়ীরা পতাকা, স্টিকার, টি-শার্টসহ বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে বাজারজাত করতে শুরু করেছে। বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া বিভিন্ন দেশের রঙ-বেরঙের পতাকা, স্টিকার, টিশার্ট কেউবা দোকানে, আবার কেউ রাস্তা-ঘাটসহ শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিক্রি করছে।

নিজ বাসায় বসে খেলা দেখার জন্য টিভি, এলইডি বিক্রিও বেড়ে গেছে। বিভিন্ন এলাকায় চলছে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখানোর প্রস্তুতি। সবচেয়ে বড় পর্দার আয়োজন চলছে গৌরীপুর পাটবাজারে সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টুর বাসার সামনে। এখানে ২০ফুট বাই ১৬ ফুট পর্দায় সবকটি খেলা দেখানো হবে।

পতাকা বিক্রেতারা জানান, প্রতিটি দেশের পতাকারই চাহিদা প্রচুর। আকার ভেদে ৫০ টাকা থেকে শুরু করে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে এসব পতাকা।

(এসআইএম/এসপি/জুন ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test