E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জমির লোভে ৩ মহিলাকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টায় নিহত ১, আটক ৩

২০১৮ জুন ১০ ১৭:৩৪:১৩
জমির লোভে ৩ মহিলাকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টায় নিহত ১, আটক ৩

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাত্র ৮ শতক জমির লোভে দিনমজুর একটি পরিবারের ৩ মহিলাকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা ঘটনার ২৫দিন পর গত শনিবার রাতে বিষক্রিয়ায় আক্রান্ত শিল্পী খাতুন  মারা গেছে। অপর দুই মহিলা এখনো পুরাপুরি সুস্থ হয়নি। এব্যাপারে একটি হত্যা  মামলা দায়েরের পর  পুলিশ রাতেই ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার বকচর গ্রামের মৃত ফজল হক আকন্দের ছেলে খোকা মিয়া(৫০), তার মেয়ে খুশি বেগম(২৫) ও জামাই অনন্তপুর গ্রামের তবিবর রহমানের ছেলে সাদ্দাম হোসেন(৩৫)।

থানায় মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের মোছাঃ ছামিনা বেওয়া, তার ভাগনী খোদেজা বেওয়া প্রতিবেশীদের জমি, বাড়িতে কাজ-কর্ম করে কোনমতে জীবিকা নির্বাহ করতো ।খোদেজা বেওয়ার মেয়ে শিল্পী বেগম একটি ক্লিনিকে চাকরী করে লেখাপড়ার করত। তাদের বসতভিটা ৮ শতক জমির লোভে তাদের নিকটাত্মীয় বকচর গ্রামের খোকা মিয়া (৫০)সহ অজ্ঞাত ৫/৭জন দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র করে আসছিল।

এরই জের ধরে গত ১৩ মে রোববার সন্ধ্যার দিকে খোকা মিয়া ছামিনা বেওয়াদের বাড়িতে বেড়াতে যায়। এসময় বাড়ির আঙ্গিনায় শিল্পী বেগম ভাত রান্না করার সময় খোকা মিয়া চুলায় খড়ি লাগিয়ে দেয় এবং তার সাথে আলাপ করে । একপর্যায়ে শিল্পী বেগম পানি আনতে গেলে খোকা মিয়া কাউকে কিছু না বলে চলে যায়।

এরপর বাড়ির সকলে রান্না করা ভাত খাওয়ার পর ছামিনা বেওয়া পাশের বাড়িতে টিভি দেখতে গেলে গুরুতর অসুস্থ হয়ে মাথা ঘুড়ে পড়ে যায়। স্থানীয় লোকজন ছামিনার মাথায় পানি ঢেলে তার বাড়িতে নিয়ে গেলে সেখানেও খোতেজা বেওয়া ও তার মেয়ে শিল্পী খাতুনকেও অসুস্থ অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকতে দেখতে পায়।

প্রতিবেশীরা তখন তাদেরকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে পরে তাদেরকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে শিল্পী বেগমের অবস্থার অবনতি হলে আই.সি.ইউ’তে নেয়া হয়। এরপর গ্রামবাসীরা চাঁদা তুলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করলে ওই ৩ মহিলা সামান্য সুস্থ হলে বাড়ীতে ফিরে আসে। এ অবস্থায় দীর্ঘ ২৫দিন পর শনিবার দিবাগত রাতে শিল্পী খাতুন মারা যায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম জানান, এব্যাপারে শিল্পী খাতুনের মা বাদী হয়ে ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে এবং ইতিমধ্যে তিন জনকে পুলিশ আটক করেছে।

(এসআরডি/এসপি/জুন ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test