E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে ৬০ শিক্ষার্থীর মাঝে সন্মননা ক্রেষ্ট প্রদান

২০১৮ জুন ১০ ১৮:২৬:২৭
গোবিন্দগঞ্জে ৬০ শিক্ষার্থীর মাঝে সন্মননা ক্রেষ্ট প্রদান

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন টুয়েন্টি টেন ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার কৃতি শিক্ষার্থীদের মাঝে সন্মননা ক্রেষ্ট ও সাটিফিকেট বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলম।

পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিশিষ্ট নাট্যব্যক্তি মমতা রানী চাকী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোপাল মোহন্ত, অনুভব অর্টিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, মোঃ রতন টুয়েন্টিটেন ফাউন্ডেশনে, সভাপতি আরেফিন শিমন, সহ সভাপতি মনিরুজ্জামান মনি, সদস্য জাকিরুল ইসলাম, মোহেনা হাসান, জিসান, প্রান্তি, শিহাব আহমেদ, মহসিন, শিখা, সুমাইয়া, বিপ্লবী, শুভ প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ শিক্ষাথীকে সন্মাননা ক্রেষ্ট ও সাটিফিকেট প্রদান করেন। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত এই সংগঠনটি এর আগে বিভিন্ন প্রতিবন্দ্বি শিক্ষা প্রতিষ্ঠানে কুরআন শরীফ বিতরণ, প্রতিবন্দ্বি শিক্ষার্থীদের শিক্ষামূলক বিনোদন, স্কুলে ভর্তি সহ বন্যার্ত মানুষের মাঝে সহায়তা প্রদান করে এলাকায় সুনাম কুড়িয়েছে।

(এসআরডি/এসপি/জুন ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test