E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে ফেসবুক ব্যবহারকারীদের ব্যতিক্রমী ইফতার ও দোয়া মাহফিল

২০১৮ জুন ১১ ১৬:৪৪:২২
চাটমোহরে ফেসবুক ব্যবহারকারীদের ব্যতিক্রমী ইফতার ও দোয়া মাহফিল

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে ব্যতিক্রমী এক ইফতার মাহফিলের আয়োজন করে আলোড়ন সৃষ্টি করেছে ফেসবুক ব্যবহারকারীদের সংগঠন ‘ফেসবুক বন্ধু বন্ধন, চাটমোহর’। যেখানে শুধু ফেসবুক ব্যবহারকারীরাই অংশগ্রহণ করেন।

গত রবিবার সন্ধ্যায় চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠের চারিদিকে সারিবদ্ধ করে রাখা চেয়ার-টেবিলে থরে থরে সাজানো ছিল ইফতার সামগ্রী। ছিল বিশেষ অতিথিদের জন্য সংরক্ষিত দশটি চেয়ার। তবে অন্যান্য অনুষ্ঠানের মতো কোন জনপ্রতিনিধি বা বিত্তশালী কারো জন্য নয়, মানসিক, শারীরিক প্রতিবন্ধী ও দুঃস্থ এমন দশজন নারী-পুরুষকে ওই চেয়ারে বসানো হয়েছিল। তারাই ছিলেন ইফতার মাহফিলের মধ্যমণি। এ সময় ওই দশজনের হাতে তুলে দেয়া হয় ঈদ খাদ্য সামগ্রী ও জামা কাপড়। এমন আপ্যায়ন পেয়ে আপ্লুত সুবিধা বঞ্ছিত দশজন।

অনুষ্ঠানের শুরুতে আয়োজনের উদ্দেশ্য নিয়ে আয়োজকদের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু, এস কে জামান ও ‘চেতনায় চাটমোহর’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন জেমান আসাদ।

তারা বলেন, ফেসবুকে সবাই সবাইকে নামে চিনলেও বাস্তবে সামনাসামনি চেনার সুযোগ হয়নি কারো। সেই সুযোগ করে দেয়া ও চাটমোহরে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বাড়ানোর উদ্যোগ হিসেবে এই আয়োজন। আগামীতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখারও আহবান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও পাবনা-৩ এলাকার এমপি মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমান আতিক, চাটমোহর উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, আওয়ামী লীগ নেতা শেখ ইদ্রিস আলী, সাংবাদিক পবিত্র তালুকদার, শাহীন রহমান সহ শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ শতাধিক ফেসবুক ব্যবহারকারী।

(এসএইচএম/এসপি/জুন ১১, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test