E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেত্রকোনার মানুষকে সুন্দর ঈদ উপহার দিতে চান পুলিশ সুপার জয়দেব চৌধুরী

২০১৮ জুন ১১ ২৩:৫০:০৯
নেত্রকোনার মানুষকে সুন্দর ঈদ উপহার দিতে চান পুলিশ সুপার জয়দেব চৌধুরী

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে সফল অভিযান পরিচালিত হয়েছে। জেলার ১০টি থানার অফিসার ইনচার্জগণ পুলিশ সুপারের নির্দেশে আলাদা আলাদা টিম গঠন করে মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করে অনেক মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার আতংকে অনেক মাদকসেবনকারী ও ব্যবসায়ী গাঁ ঢাকা দিয়ে এলাকা ছেড়েছে।

আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও ভেজাল পন্য যাতে ব্যবসায়ীরা বিক্রি না করতে পারে সে দিকেও তীক্ষè নজর রাখার জন্য সব পুলিশ অফিসারদের নির্দেশ দিয়েছেন তিনি।

পুলিশ সুপার জয়দেব চৌধরী ইতিমধ্যে বিভিন্ন থানার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জদের সমন্বয়ে অভিযান পরিচালনা করে নেত্রকোনা বাসীকে নির্মূল ও সুন্দর ঈদ উপহার দিতে চান। যাতে জেলার ১০ উপজেলার মানুষ নির্বিগ্নে নিরাপদে ঈদ আনন্দ উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে পারেন।

পুলিশ সুপার জয়দেব চৌধুরী এক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি সুন্দর ঈদ উদযাপনের জন্য পুলিশ সদস্যদের পাশাপশি কমিউনিটি পুলিশ ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আন্তরিক সহযোগিতাও কামনা করেন।

(এসবি/এসপি/জুন ১১, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test