E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরের নারী কাউন্সিলরের সন্ধান দাবিতে সড়ক অবরোধ

২০১৪ জুলাই ১২ ১৩:২০:৩৬
গাজীপুরের নারী কাউন্সিলরের সন্ধান দাবিতে সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি : গ্রাম্য সালিশ করতে বেরিয়ে নিখোঁজ হওয়া গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পারভীন আক্তারের সন্ধান দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

শনিবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে রাখে।


নিখোঁজ পারভীন আক্তার সিটি করপোরেশনের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করে আসছিলেন। তার বাড়ি গাজীপুর সদরের দক্ষিণ পানিশাইল এলাকায়।

জয়দেবপুর থানার চক্রবর্তী ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসী বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের এক পর্যায়ে উত্তেজিত এলাকাবাসী কালিয়াকৈর-নবীনগর সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পরে ১১টার দিকে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়।


এসআই বলেন, সকাল থেকে পারভীনের বাড়িতে এলাকাবাসী জড়ো হয় বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে উত্তেজিত এলাকাবাসী কালিয়াকৈর-নবীনগর সড়কে অবস্থান নেয়।


এদিকে জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, দিনাজপুরের হিলির চিরিরবন্দর এলাকায় ওই নারী কাউন্সিলরের অবস্থানের খবর পেয়েছি। তাকে উদ্ধারে পুলিশের বিশেষ দল কাজ করছে।

শুক্রবার সকালে নিজ এলাকায় গ্রাম্য সালিশে গিয়ে নিখোঁজ হন পারভীন আক্তার। এরপর আর বাড়ি ফিরে না আসায় রাত ৯টার দিকে তার স্বামী মিনহাজ উদ্দিন জয়দেবপুর থানায় একটি জিডি করেন।

(ওএস/এইচআর/জুলাই ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test