E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোংলা পোর্ট পৌরসভায় মেয়াদ পূর্তির তিন বছর অতিবাহিত হয়নি নির্বাচন

২০১৮ জুন ১২ ১৬:০৩:৪৫
মোংলা পোর্ট পৌরসভায় মেয়াদ পূর্তির তিন বছর অতিবাহিত হয়নি নির্বাচন

বাগেরহাট প্রতিনিধি : মেয়াদ পূর্তির পর তিন বছর অতিবাহিত হলেও নির্বাচন হচ্ছে না মোংলা পোর্ট পৌরসভার। ৫ বছরের জন্য মেয়র নির্বাচিত হলেও পরে আর নির্বাচন না হওয়ায় টানা ৮ বছর ধরে দায়িত্ব পালন করছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী। এদিকে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় তিন বছর শেষ হলেও আইনী জটিলতার কারণে এ পৌরসভায় নির্বাচন না হওয়ায় সাধারণ পৌরবাসীর মধ্যে দেখা দিয়েছে নানা ধরনের হতাশা আর ক্ষোভ। সাধারণ পৌরবাসী অবিলম্বে আইনী জটিলতা নিরসন করে নির্বাচন ঘোষণার দাবি জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালের মোংলা পৌরসভা নির্বাচনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী মেয়র পদে নির্বাচিত হন। ২০১৫ সালে মেয়াদ শেষে পুনরায় পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে এ পৌরসভায় যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এরপর তিন বছর অতিবাহিত হলেও নির্বাচন আর হয়নি। ফলে মেয়র ও কাউন্সিলররা টানা প্রায় ৮ বছর ধরে একই পদে রয়ে গেছেন।

সর্বশেষ মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের বিষয়ে আদালতের কোন আইনগত প্রতিবন্ধকতা না থাকায় গত বছরের ডিসেম্বর মাসে স্থানীয় সরকার বিভাগ থেকে নির্বাচন কমিশনকে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের জন্য বলা হয়। এরপর বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে গত ফেব্রুয়ারী মাসে স্থানীয় সরকার বিভাগকে পৌরসভার সাধারণ ওয়ার্ডের এবং সংরক্ষিত ওয়ার্ডের সীমানা বিভক্তিকরণ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ না করে নির্বাচন অনুষ্ঠান করা বিধি সম্মত হবে না বলে জানানো হয়। এরপর এ পৌরসভার নির্বাচন নিয়ে আইনী জটিলতার অজুহাতে তেমন কোন অগ্রগতি হয়নি।

মোংলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইজারাদার জালাল আহমেদ বুলবুল বলেন, জনগণ ৫ বছরের জন্য মেয়র ও কাউন্সিলর নির্বাচিত করেন। ৫ বছর জনগণের কাছে তাদের জবাবদিহিতা থাকে। কিন্তু আরও তিন বছরেও নির্বাচন না হওয়ায় জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই। মেয়র যা খুশি তাই করছেন। এজন্য দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, গত ৩ বছর ধরে মোংলায় কাংখিত উন্নয়ন হচ্ছে না। মেয়রের কারণে উন্নয়ন থমকে রয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মোংলার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ বলেন, পৌর নির্বাচন নিয়ে মোংলার জনগণের ব্যাপক আগ্রহ রয়েছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে সকল জটিলতা নিরসন করে দ্রুত মোংলা পৌরসভার নির্বাচন দেওয়া উচিৎ। নির্বাচন বিলম্বের কারেনে সাধারণ মানুষের মধ্যে হতাশার সৃষ্টি হচ্ছে।

সাবেক পৌর কাউন্সিলর সরোয়ার হোসেন বলেন, গত বছর নির্বাচনের তফশিল ঘোষণা ও মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবিতে নাগরিক সমাজের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কিন্তু তাতে কাজ হয়নি।

বর্তমান পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান আইনী জটিলতার সৃষ্টি করে একটি স্বার্থান্বেষী মহল নির্বাচন ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করে খুব দ্রুত পৌর নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

মোংলা পোর্ট পৌর মেয়র জুলফিকার আলী বলেন, তিনি কাউকে দিয়ে মামলা বা নির্বাচন কমিশনে আইনী জটিলতা সৃষ্টি করাননি। শিগগিরই নির্বাচনের তফশিল ঘোষণা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পৌর মেয়র বলেন, তার বিরুদ্ধে প্রতিপক্ষের অপপ্রচার চালাচ্ছে। তিনি কোন আইনী জটিলতা সৃষ্টি করেননি। নিয়মনীতি মেনেই পৌরসভার যাবতীয় কর্মকান্ড চলে বলে দাবী করেন পৌর মেয়র।

(এসএকে/এসপি/জুন ১২, ২০১৮)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test