E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বকশীগঞ্জে ৩৩ বস্তা ভিজিএফ চালসহ আটক ১

২০১৮ জুন ১২ ১৬:৩৬:৫৪
বকশীগঞ্জে ৩৩ বস্তা ভিজিএফ চালসহ আটক ১

জামালপুর প্রতিনিধি : বকশীগঞ্জে ৩৩ বস্তা ভিজিএফ চালসহ মালেক (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। মালেক নিলক্ষিয়া পশ্চিমপাড়া গ্রামের আসান আলীর ছেলে। 

উপজেলা প্রশাসন সুত্র জানায়, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে সরকারি বরাদ্ধকৃত ভিজিএফের চাল বিতরন করা হচ্ছিল। চাল বিতরনে কোন প্রকার অনিয়ম হয় কিনা পরিদর্শনে যান ইউএনও আবু হাসান সিদ্দিক। সেখানে ভিজিএফ চাল কেনার অভিযোগে মালেককে আটক করে। এ সময় ৩৩ বস্তা চাল জব্দ করা হয়।

এ ব্যাপারে ইউএনও আবু হাসান সিদ্দিক জানান,পবিত্র ঈদ উপলক্ষে সরকার গরীব অসহায়দের জন্য ভিজিএফের ব্যবস্থা করেছেন। ভিজিএফ চাল ক্রয় এবং বিক্রয় দুটোই সমান অপরাধ। যে কোন ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ যদি কেউ ভিজিএফ চাল বিক্রি বা ক্রয়ের সাথে সম্পৃক্ত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বকসীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো: আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ভিজিএফের সরকারী চাল কেনার অভিযোগে মালেকের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

(আরআর/এসপি/জুন ১২, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test