Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

শিরোনাম:

কুড়িগ্রামে সমাহিত হলো বাসদ নেতা জাহেদুল হক মিলু

২০১৮ জুন ১৪ ১৫:৩৪:৫৮
কুড়িগ্রামে সমাহিত হলো বাসদ নেতা জাহেদুল হক মিলু

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. জাহিদুল হক মিলুর প্রথম নামাজে জানাযা বৃহস্পতিবার সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

পরে তার মরদেহ সর্বস্তরের মানুষের এক নজর দেখার জন্য কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রাখা হয়। এরপর দুপুর ২টায় কুড়িগ্রাম পুরাতন পোস্ট অফিস পাড়াস্থ্ ঐতিহাসিক লিচু তলায় দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা ও দায়রা জজ আখতার-উল-আলমসহ সকল বিচারক ও আইনজীবীগণ, জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, মেজর জেনারেল (অব:) আমসা আআমিন, রংপুর কমিউনিস্ট পার্টির সভাপতি সাহাদত হোসেন, মুক্তিযোদ্ধা এসএম হারুন অর রশীদ লাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, জেলা কমিউনিস্ট পার্টি সাবেক সভাপতি মাহবুবুর রহমান মমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.এসএম আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক এড.আমজাদ হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, বাসদ কেন্দ্রীয় নেতা রাকিবুজ্জামান রতন, বজলুর রশীদ ফিরোজ, খালেকুজ্জামান লিপন, জেলা বাসদের সমন্বয়কারী ফুলবর রহমানসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নাগেশ্বরী উপজেলার ব্যাপারীরহাট এলাকার নীলুরখামার গ্রামে তৃতীয় নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ১৩ মে ঢাকা থেকে কুড়িগ্রামে আসার পথে ঘুমিয়ে যাওয়ার কারণে নাইটকোচটি তাকে উলিপুর উপজেলায় নিয়ে যায়। পরে স্থানীয় বাহন জেএস’এ উলিপুর থেকে কুড়িগ্রামে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে হেলিকপ্টার যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ ১ মাস চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ জুন দুপুর ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(পিএমএস/এসপি/জুন ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ জুলাই ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test