E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদের পর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু : গয়েশ্বর

২০১৮ জুন ১৪ ১৮:০৯:৩০
ঈদের পর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু : গয়েশ্বর

কেরাণীগঞ্জ প্রতিনিধি : বর্তমান সরকার দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

তিনি বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সঙ্গে নিয়েই ঈদের পর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করা হবে। সে আন্দোলনে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে আমরা আশা করছি।’

বৃহস্পতিবার (১৪ জুন) ঈদুল ফিতর উপলক্ষে কেরানীগঞ্জের জিনজিরা বাসরোডের গুলজারবাগ এলাকায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। দেশের মানুষ এখন বাকরুদ্ধ। সরকারের বিরুদ্ধে কথা বললেই মামলা-হামলা হচ্ছে।’

খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সরকার তাকে কারাবন্দি করেছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘তার (খালেদা জিয়া) সুচিকিৎসার বিন্দুমাত্র সুযোগ সরকার দিচ্ছে না। আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে তাকে কারামুক্ত করবো। সরকার বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে বেশিদিন ঠেকিয়ে রাখতে পারবে না।’

জিনজিরা ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাহিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাড নিপুন রায় চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী নাজিম উদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদ্ক হাজী মোজাদ্দেদ আলী বাবু, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওমর শাহনেওয়াজ, সাধারণ সম্পাদ্ক হাজী আজাদ হোসেন প্রমুখ।

(ওএস/এসপি/জুন ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test