E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হানিফ পরিবহনের বাস বাজারে

আরো এক জনের মৃত্যু, ব্যবসায়িদের মানববন্ধন

২০১৪ জুলাই ১২ ১৫:১৬:০৫
আরো এক জনের মৃত্যু, ব্যবসায়িদের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুরের ইচলাদিতে সড়ক দুর্ঘটনায় বরিশাল শেবাচিম হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মো. নূরু নামের আরও এক ব্যক্তি মারা গেছেন। শনিবার সকাল ৯টায় তিনি মারা যান। অপরদিকে আজ বেলা ১১টায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ এবং বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়িরা।

স্থানীয় বাসিন্দা জিয়াউল করিম জানান, আজ সকাল ১০টায় নিহত মামুন আকনের বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বরিশাল ঢাকা মহাসড়কের ইচলাদিতে মো. নীল শরীফের জানানজা অনুষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে অন্য নিহতদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নীল শরিফের জানাজা শেষে স্থানীয় ব্যবসায়ীরা বেলা ১১ টায় মহাসড়কে মানবন্ধন করে। এসময় যান চলাচল বন্ধ থাকে।

আয়োজিত বিক্ষোভ সমাবেশে উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল বলেন, নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এসময় তিনি ঘটনায় উজিরপুর থানায় দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত বিচারের দাবী করেন। সমাবেশে আরো বক্তব্য দেন উজিরপুর পৌরসভার কাউন্সিলর মো. সোহেলসহ অন্যরা।

বরিশালে জেলা প্রশাসক মো. শহীদুল আলম জানান, তিনি ঘটনার পর নিহতদের দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে দিয়েছেন।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ঘটনায় মামলা হয়েছে। এখন পুলিশ তৎপরতা চালাচ্ছে গাড়ির চালককে আটক করার জন্য।

বরিশালে বাস চাপায় মৃতের সংখ্যা ১১, লাশ দেখে ১ জনের মৃত্যু

(বিএস/অ/জুলাই ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test