E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

২০১৮ জুন ১৫ ০৯:৫৭:০১
বগুড়ায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় রেজাউল করিম ডিপজল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ জুন) দিবাগত রাত ২টার দিকে শহরের মালগ্রাম ছিলিমপুর নতুন বাইপাস সড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, মাদক ব্যবসা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে তার মৃত্যু হয়েছে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সনাতন চক্রবর্তী এ তথ্য জানান।

নিহত ডিপজল বগুড়া শহরের মালগ্রাম উত্তরপাড়ার আবদুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসপি জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে শহরের মালগ্রাম ছিলিমপুর নতুন বাইপাস সড়ক এলাকায় গোলাগুলি হচ্ছিল এমন খবর পেয়ে পুলিশের কয়েকটি টহল টিম সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে ঘটনাস্থলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরী বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে মাদক ব্যবসায়ী রেজাউল করিম ডিপজল হিসেবে শনাক্ত করা হয়। ঘটনাস্থলে একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা পাওয়া গেছে।

তিনি আরও জানান, ডিপজল পুলিশের অন্যতম তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সে এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত ছিল। সে ২০১৭ সালের ৮ মার্চ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যকে কর্তব্যরত অবস্থায় ছুরিকাঘাতে গুরুতর আহত করেছিল। ধারণা করা হচ্ছে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের গুলিতে ডিপজল মারা গেছে। ডিপজলকে হত্যার অভিযোগে সদর থানায় হত্যা মামলা হবে।

(ওএস/এসপি/জুন ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test