E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাদুল্যাপুরে ইউপি চেয়ারম্যানেসহ ৪ জনকে আসামি করে মামলা

২০১৮ জুন ১৫ ১০:১৪:২৬
সাদুল্যাপুরে ইউপি চেয়ারম্যানেসহ ৪ জনকে আসামি করে মামলা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে পিআইও মনিরুজ্জামান বাদি হয়ে মামলা দায়ের করেছেন। ভিজিএফ কর্মসূচীর চাল চুরির অপরাধে ওই চেয়ারম্যানসহ আরোও তিনজনকে আসামি করে এ মামলা দায়ের করেন তিনি। চেয়ারম্যানের এই ন্যাক্কার জনক ঘটনায় এলাকাবাসী মধ্যে নানা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য ধাপেরহাট ইউনিয়ন পরিষদে ৩৭.৮৫০ মেট্রিকটন ভিজিএফ চাল বরাদ্দ দেয়া হয়।

বরাদ্দকৃত চাল রফিকুল ইসলাম এলএসডি গোডাউন হতে উত্তোলন করেন। মঙ্গলবার উত্তোলনের চাল স্বল্প মানুষদের মাঝে বিতরণ দেখিয়ে হিংগারপাড়াস্থ মৃত মজিবর রহমানের ছেলে চাল ব্যবসায়ী আজাদুল, মাসুদ, আসাদুজ্জামান সহ অজ্ঞাতনামা কয়েকজনের নিকট সমুদয় চাল কালোবাজারে বিক্রি করেন চেয়ার‌্যমান রফিকুল ইসলাম। উপজেলা প্রশাসন এ খবর পেয়ে সহকারী কমিশনার (ভুমি) সঞ্জয় কুমার মহন্ত থানা পুলিশ নিয়ে ওই রাতেই অভিযান চালান।

এ অভিযানে রোমান মিয়ার বাড়িসহ উল্লেখিত চাল ব্যবসায়ীদের ঘরে মজুদ রাখা ১৭০ বস্তা সরকারী চাল জব্দ করেন। এ ঘটনার সাথে জড়িত ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, চাল ব্যবসায়ী আজাদুল, মাসুদ, আসাদুজ্জামান সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বুধবার বিকেলে সাদুল্যাপুর থানায় মামলা দায়ের হয়। এ মামলার বাদি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান।

(এসআইআর/এসপি/জুন ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test