E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

২০১৪ জুলাই ১২ ১৬:৪৬:৪২
আগৈলঝাড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বরিশাল প্রতিনিধি : 'প্রতিটি পরিবারে আলোতিক মানুষ চাই' শ্লোগান নিয়ে জেলার আগৈলঝাড়া ও তার পাশ্ববর্তী কোটালীপাড়া উপজেলার দু’শতাধিক মেধাবী, দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। অনুভব বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে শনিবার বেলা ১১টায় শিক্ষা উপকরণ দেওয়া হয়।

আগৈলঝাড়া উপজেলার রাজাপুর গ্রামের সোনার বাংলা নবীন সংঘ ক্লাব মাঠে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক হেমন্ত কুমার অধিকারী। সভায় প্রধান অতিথির বক্তব্যে অনুভব বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের বরিশাল জেলা কমিটির সভাপতি স্বপন কুমার বেপারী বলেন, এই আয়োজন ক্ষুদ্র হলেও এর প্রভাব বিস্তর। দেখা গেছে বই কেনার পয়সার অভাবে অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন ঝরে পড়ে। তাই আমরা চাচ্ছি তাদেরকে সহায়তা করে তাদের শিক্ষা জীবন সামনে এগিয়ে নিতে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনুভবের জেলা কমিটির পরিচালক বিপুল কুমার হালদার, মহানগর কমিটির সভাপতি পঙ্কজ কুমার সরকার, ওএসডি’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, অনুভবের গৌরনদী উপজেলা সভাপতি মনোজ কুমার গোমস্তা, আগৈলঝাড়া উপজেলা কমিটির সভাপতি শেফালী রানী সরকারসহ অন্যরা।

(বিএস/অ/জুলাই ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test