E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় যৌতুকের দায়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

২০১৮ জুন ২৬ ১৪:১৭:২৭
গলাচিপায় যৌতুকের দায়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আমখোলা ইউনিয়নের চিঙ্গুরিয়া গ্রামের ২নং ওয়ার্ডের মোঃ ইদ্রিসুর রহমানের মেয়ে মোসাঃ আসমা আক্তার-কে আমখোলা ইউনিয়নের বাশঁবুনিয়া গ্রামের আঃ সালাম আকনের ছেলে মোঃ মোকছেদুর রহমানের সাথে ইসলামী শরা-শরীয়াহ মোতাবেক রেজিষ্ট্রী কাবিনমূলে ছয় লক্ষ টাকা দেনমোহর ধার্য্যে বিবাহকার্য সম্পন্ন হয়। 

আসমা আক্তার রাষ্ট্রবিজ্ঞানে সম্মান এবং এম.এ ডিগ্রি লাভ করিয়াছেন এবং বি.এড ডিগ্রি অর্জন করিয়াছেন। আসমা আক্তার-কে বহুদিন যাবৎ বিভিন্নভাবে বিবাহের প্রলোভন দেখিয়ে আসিতে থাকে। আসমা বেগম বড়-বিঘাই জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক হওয়ার সুবাদে আসমা আক্তার এর চাকুরী দেবার জন্য আসমা আক্তার এর নিকট থেকে পাচ লক্ষ টাকা চাকুরীর জন্য দিতে হবে বলে মোঃ মোকছেদুর রহমান বলেন।

আসমা বলেন, আমার বাবা অত্যন্ত গরীব হওয়ার পরও তাহার নামীয় জমি বিক্রি করিয়া এবং বহু ধারদেনা করিয়া চার লক্ষ টাকা প্রদান করে। আসমা আক্তার পরবর্তীতে অর্থৎ ইংরেজী অদ্য ২৩/১২/২০১৬ তারিখ রেজিষ্ট্রী কাবিনমূলে আসমা আক্তারকে বিবাহ করেন। বিবাহ কাবিনের সময় আসমা আক্তার এর পিতা একজন আলেম মানুষ হওয়ার পরও এলাকার রেওয়াজ অনুসারে মোঃ মোকছেদুল রহমান-কে স্বর্ণের চেইন আসমা আক্তার এর কানের কানবালা গলার চেইন, হাতের আটিং ও লেপ-তোষক ও অন্যান্য মালামাল দিয়ে আসমার বাবা মোঃ ইদ্রিসুর রহমান মোঃ মোকছেদুল এর হাতে তুলে দেন আসমাকে।

এ ব্যাপারে আসমা আক্তার প্রতিবেদকে জানান যৌতুকের দাবীতে আমার স্বামী মোকছেদুর রহমান আমাকে মারধর করে আমার স্বামীর বাড়ী থেকে তারিয়ে দেয়। প্রতারক ও লোভী স্বামী মোকছেদুর। আমার স্বামী একজন হাইস্কুলের ইংলিশ টিচার। শিক্ষক হয়ে তার ভিতরে কোন মানবতা বা দয়া মায়া নেই।

এ ব্যাপারে আসমা আক্তার বাদী হয়ে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মোকছেদুর রহমান-কে আসামী করে একটি মামলা করেন। যাহার মামলা নং- সি.আর ৯৩৯/২০১৭। মামলাটি করার পরে আসামী পক্ষের লোকজন বাদীকে মৃত্যুর ভয় দেখায় এবং বাবা একজন মসজিদের ঈমাম। তাকেও রাতের অন্ধকারে মেরে ফেলবে বলে হত্যার হুমকি দেয়।

(এসডি/এসপি/জুন ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test