E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলবাড়ীতে মাদক বিরোধী শপথ নিলো পাঁচ শতাধিক শিক্ষার্থী

২০১৮ জুন ২৬ ১৭:১৭:৫৮
ফুলবাড়ীতে মাদক বিরোধী শপথ নিলো পাঁচ শতাধিক শিক্ষার্থী

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসে মাদক বিরোধী শপথ নিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী।

দিবসটি পালনের জন্য সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে “আগে শুনুন : শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী।

এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, শিক্ষানবীশ সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, ইউপি চেয়ারম্যান মো. মোজাফ্ফর রহমান সরকার, থানার উপ-পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রহমান, পৌর প্যানেল মেয়র মো. মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল প্রমুখ।

শেষে উপস্থিত শিক্ষার্থীরা মাদককে না বলে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী।

(ওএস/এসপি/জুন ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test