E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরার ছাত্রলীগ নেতা হত্যা মামলায় চাচা গ্রেফতার, ৫ দিনের রিমান্ডের আবেদন

২০১৮ জুন ২৬ ২৩:৫৮:১১
সাতক্ষীরার ছাত্রলীগ নেতা হত্যা মামলায় চাচা গ্রেফতার, ৫ দিনের রিমান্ডের আবেদন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভাইপো সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ইমনকে হত্যার অভিযোগে মামলার বাদি চাচা আলমগীর হাসান আলমকে দীর্ঘ দেড় বছর পর গ্রেফতার করেছে সিআইডি। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে তার সাতক্ষীরা শহরের সুলতানপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলমগীর হাসান আলমের (৫২) বাবার নাম মৃত শেখ আতিয়ার রহমান।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম আদালতে আলমগীর হাসান আলমকে ৫ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক রাজীব রায় আগামি ১০ জুলাই শুনানীর জন্য দিন ধার্য করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৭ জানুয়ারি দিবাগত রাতে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যার পর ইমনের লাশ ধুলিহর ইউনিয়নের আমতলা গ্রামের ইকবাল বিশ্বাসের মাছের ঘেরে ফেলে রাখা হয়। পরদিন সকালে পুলিশ ওই লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারের পরপরই আলমগীর হাসান আলমের ইঙ্গিতে পুলিশ আমতলা থেকে স্বাস্থ্য কর্মী ইখতিয়ার হোসেন বিপ্লব, সুলতানপুর থেকে কলেজ ছাত্র মোস্তাফিজুর রহমান মুরাদ ও রেজাউল ইসলাম ওরফে রনি মোল্যাকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের চাচা আলমগীর হোসেন আলম বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১০ ফেব্র“য়ারি মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর কবীর দৈনিক পত্রদূত সম্পাদক আলাউদ্দিন হত্যা মামলার অন্যতম আসামী কাজী সাইফুল ইসলামকে গ্রেফতার করে। যদিও তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সাইফুলকে ৭ ফেব্র“য়ারি তার বাড়ির দরজা ভেঙে তুলে নিয়ে যায় পুলিশ। ইমন তার চাচার কাছে পৈতৃক জমি বুঝিয়ে নিতে চাওয়ায় আলমগীর হাসান আলম তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে মর্মে অভিযোগ দানা বাঁধতে থাকে।

বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে আলমগীর হাসান আলম পরিকল্পনা করে ইমনের বাবা, মা হোসেন আরা, ভাই ইমনকে দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সস্মেলন করান। তাতে আলমগীর হাসান আলমকে ভাল লোক বলে দাবি করা হয়। যদিও রনি , বিপ্লব ও মুরাদকে হয়রানিমূলক গ্রেফতারের ঘটনায় শাহ আলম সংবাদ সস্মেলন করতে চাইলে তাকে করতে দেওয়া হয়নি। পরবর্তীতে শহরের আধুনিক জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি ও ইমন হত্যার ঘটনায় ইনসপেক্টর আলমগীর কবীর, উপপরিদর্শক আসাদুজ্জামান, উপপরিদর্শকব মহসিন আলী ও উপপরিদর্শক নাজমুল হোসেনকে নিয়ে চার সদস্য বিশিষ্ঠ বিশেষ তদন্ত কমিটি গঠিত হয়।

গ্রেফতারকৃত রনি, বিপ্লব ও মুরাদকে কয়েক দফায় রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সাইফুলকে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের জন্য আদালতে পাঠালে তিনি তার সিদ্ধান্ত প্যত্যাহার করেন। তবে ১১ ফেব্র“য়ারি আদালতে পাঠানো সাইফুলের ১৬১ ধারায় জবানবন্দিতে উল্লেখ করা হয় যে, আলমগীর হাসান আলমের পরিকল্পনায় সাইফুলের সহযোগিতায় রনি এসএস পাইপ দিয়ে ইমনকে হত্যা করে। ১১ ফেব্র“য়ারি দুপুর দেড়টার দিকে পুলিশ শহরতলীর মাছখোলা ব্রীজের নীচে বেতনা নদীর চর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ওই এসএস পাইপ উদ্ধার করে।

গত বছরের ২৭ ফেব্র“য়ারি হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম ছিদ্দিকী ও বিচারপতি জাফর আহম্মেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ আসামী বিপ্লব শেখ, মুরাদ ও রনি মোল্লাকে জামিনে মুক্তির আদেশ দেন। তবে এ হত্যাকাণ্ডে বাদির সম্পৃক্ত থাকার বিষয়টি উড়িয়ে না দিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন ওই সিআইডি কর্মকর্তা। আলমগীর হাসান আলমকে ভাইপো ইমন হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়ে দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকায় একের পর এক প্রতিবেদন প্রকাশিত হওয়ায় ওই পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধিকে নানাভাবে হুমকি দেওয়া হয়। দৈনিক নওয়াপাড়া পত্রিকায় তার বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করে সংবাদ প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, মামলার তদন্তে বিশেষ কোন অগ্রগতি না হওয়ায় তদন্তভার বাগেরহাট সিআইডি’র পরিদর্শক সাইফুল ইসলামের উপর বর্তায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাগেরহাটের সিআইডি পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ইমন হত্যার দেড় বছর পর এ মামলার দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে সংশ্লিষ্টতার সত্যতা পাওয়ায় মামলার বাদী নিহতের চাচা আলমগীর হাসান আলম, তার বাড়ির পরিচারক আব্দুর আব্দুর রাজ্জাক, ভাই জাহাঙ্গীর হাসানের ছেলে স্বভাবকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি’র সাতক্ষীরা অফিসে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে আলমগীর হাসান আলম তার ভাইপো ইমনকে হত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।

(আরকে/এসপি/জুন ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test