E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভ্রাম্যমাণ আদালতে ৩১ গাড়ীকে জরিমানা

২০১৪ জুলাই ১৩ ০৯:২৬:৪১
ভ্রাম্যমাণ আদালতে ৩১ গাড়ীকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে ভুয়া ও জাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর অপরাধে ৩১টি যানবাহনকে ৪৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজমের নেতৃত্বে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে গাউছুল আজম জানান, রাস্তায় চলাচলরত বিভিন্ন প্রকারের যানবাহন থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১টি যানবাহনের চালকের ড্রাইভিং লাইসেন্স জাল ও ভুয়া হওয়ায় তাদেরকে জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে দণ্ডপ্রাপ্ত চালকরা জানান, ৫ হাজার টাকা ব্যয় করে নারায়ণগঞ্জ বিআরটিএ অফিস থেকে এ সব ভুয়া লাইসেন্স সংগ্রহ করেছেন।

(ওএস/এইচআর/জুলাই ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test