E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদক ব্যবসা ছেড়ে দেয়ার অঙ্গীকার

মায়ের স্বাভাবিক জীবনযাপনে প্রশাসনের সহমর্মিতা কামনায় দুই সন্তানের করুণ আকুতি

২০১৮ জুন ২৮ ১৬:৫৪:৫১
মায়ের স্বাভাবিক জীবনযাপনে প্রশাসনের সহমর্মিতা কামনায় দুই সন্তানের করুণ আকুতি

সিরাজগঞ্জ প্রতিনিধি : নাবালক দুই সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিতে যে মা মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রির সাথে জড়িত হয়ে পড়েছিল সেই মাকে মাদক ব্যবসা থেকে ফিরিয়ে আনার পর স্বাভাবিক জীবনযাপন করতে পুলিশ প্রশাসনের কাছে সহমর্মিতার জন্য করুণ আকুতি জানিয়েছে দুই সন্তান। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ রেলওয়ে কলোনীর বাসিন্দা নার্গিস বেগমের দুই সন্তান সাজ্জাদ হোসেন সকাল ও শুভ সেখ সিরাজগঞ্জ পুলিশ সুপারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন। 

লিখিত আবেদনে দুই সন্তান উল্লেখ করেন, আমাদের জন্মের পুর্ব থেকেই আমার বাবা শাহিন আলম হেরোইন আসক্ত ছিল। আমরা দুইভাই জন্ম গ্রহনের পর যখন সামান্য বুঝতে শিখেছি তখন দেখেছি আমার বাবা শাহিন আলম নেশার টাকার জন্য মা নার্গিস বেগমকে নির্যাতন ও মারপিট করত।

এ অবস্থায় আমাদের ছোট দুই ভাইয়ের ভরণপোষন ও বাবার নেশার টাকাসহ দুবেলা-দুমুঠো ভাতের জন্য দু-একটি করে ফেন্সিডিল বিক্রি করত। কখনোই আমার মা নার্গিস বেগম মরণনেশা ইয়াবা-হেরোইন ব্যবসার সাথে জড়িত ছিল না। কিন্তু আমরা বর্তমানে সাবালক হওয়ায় আমাদের মাকে মাদক ব্যবসা ছাড়তে বাধ্য করেছি। আর বাবাকে নেশামুক্ত করার জন্য পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছি।

সম্প্রতি একটি মাদক মামলায় প্রায় সাড়ে তিনমাস জেল খেটে ঈদুল ফিতরের তিনদিন আগে আমাদের মা জামিনে মুক্ত হয়েছে। জামিনে মুক্ত হবার পরই আমাদের মা নার্গিস বেগম ভবিষ্যতে কোনদিন আর ফেন্সিডিল বা অন্য কোন নেশাজাতীয় দ্রব্য বিক্রি করবেনা বলে আমাদের দুসন্তানের মাথা ছুয়ে কসম খেয়ে শপথ করেছে। শুধু আমাদের দুই ভাই নয়, আমাদের এলাকার মুরুব্বদীদের কাছেও অঙ্গীকার করেছে। একই সাথে সুস্থপথে ফিরে আমাদেরকে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করার অঙ্গীকার করেছে।

লিখিত আবেদনে আরো উল্লেখ করেন, বর্তমানে আমরা দুইভাই সাবালক হয়েছি। বুঝতে শিখেছি। মাদকের ভয়াবহতা সম্পর্কে জানতে পেরেছি। আমরা দু-ভাই কখনো মাদক স্পর্শ করি নাই। বর্তমানে কাজকর্ম করতে সক্ষম। আমরা রুজী-রোজগার করে আমাদের গর্ভধারিণী মাকে ভরণপোষন করবো বলে অঙ্গীকার করেছি। এ অবস্থায় দুইসন্তানের মুখের দিকে তাকিয়ে গর্ভধারিণী মা সুস্থ পথে ফিরে আসায় মাদক বিরোধী অভিযান থেকে রক্ষা সহ প্রশাসনের সহমর্মিতা-সহযোগিতা কামনা করেছেন দুই সন্তান।

(এমএসএম/এসপি/জুন ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test