E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেব হত্যায় কুষ্টিয়ার চিথলিয়া এখনো আতঙ্কিত জনপদ

২০১৮ জুন ৩০ ১৫:০৯:৩২
দেব হত্যায় কুষ্টিয়ার চিথলিয়া এখনো আতঙ্কিত জনপদ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে তৃতীয় শ্রেনীর স্কুলছাত্র দেবদত্ত অপহরণের পর হত্যার ঘটনায় এলাকাবাসীর মাঝে এখনো আতঙ্ক কাটছেনা। বিশেষ করে দেব দত্তের পরিবারের তো বটেই। ওই এলাকায় যে ক’টি সংখ্যালঘু পরিবার রয়েছে তাদের সবারই একই দশা। দিনের বেলাতেও সুনসান নিরবতা। সন্ধ্যা হলেই জনশুন্য গোটা এলাকা। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে আতঙ্কিত হবার কিছুই নেই। এলাকায় পর্যাপ্ত পরিমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে। দেবদত্ত অপহরণের সাথে যারা যুক্ত ছিল সেই মুল হোতাদের চিহ্নিত করা হয়েছে।

তবে যে যাই বলুক। একটি তরতাজা নিষ্পাপ শিশু অপহরণ ও পরে হত্যা হয়েছে এমন নৃশংস ঘটনার পর কি সহসাই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে?

চিথলিয়ায় বাস্তবতা এখন সেখানকার পরিবেশ উৎকন্ঠিত। সাধারণ মানুষের উপস্থিতি কম। আনাগোনা খুব একটা নেই। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন। দেবদত্তের বাড়িতেও চলছে এখনো শোকের মাতম। প্রতিদিনই কোন না কোন মানুষ আসছেন সমবেদনা জানাতে। পরিবারের সদস্যদের পাশে দাড়িয়ে আর কিছু না হোক শান্তনা তো দিচ্ছে। বাবা পবিত্র দত্ত এখনো পূত্র শোকে মুহ্যমান। মা অঞ্জনা দত্তের অবস্থা আরো করুন। নাওয়া খাওয়া নেই। সেই অপহরণের পর থেকেই নিদ্রা যেন হারিয়েছেন।
দেবদত্তের বাবা পবিত্র দত্ত জানান, ছেলেই যখন নেই তখন আর কিইবা বলার আছে। ছেলেকে নিয়েই ছিল সব স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। এখন কাকে নিয়ে বাঁচব। এই দেশ আমাদের জন্য আর নিরাপদ কই?

মমতাময়ী মায়ের আর্তনাদও যেন থামছেনা। সব কিছুর বিনিময়ে ছেলেকে চেয়েছিলেন তিনি কিন্তু তা আর হলো কই। ওরা আমার ছেলেকে মেরে ফেলল।

কাকা মানিক দত্ত’র আর্তনাদও যেন কম নয়। চোখের সামনেই বড় হয়েছে দেব। ছেলেকে নিয়ে কতই না স্মৃতি। কিন্তু এত অল্প সময়ে যে চলে যাবে তা কখনো ভাবেননি তিনি। এর মধ্যেই চিথলিয়ার মানুষের মাঝে হত্যা, গুম আতঙ্ক বিরাজ করছে।

সাধারণ জনগণ বলছেন, শিশু দেব দত্তের গুম ও খুনের সাথে জড়িত আসামী আক্কাস আলীর ছেলে হোমা, আমান মুন্সির ছেলে হাবিবুর ওরফে হাব্বুল ও আনসার আলীর ছেলে এরশাদ। এলাকায় যে কোন সময় ফিরে বড় ধরনের কোন ঘটনা ঘটাতে পারে। ইতিপূর্বেও তারা মানুষের কাছে চাঁদা দাবী করে, এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। আসামী আক্কাস আলীর ছেলে হোমা ইতিপূর্বে হত্যা মামলায় সাজাও খেটেছে। তার পর থেকেই সে বেপরোয়া। এছাড়া চিথলিয়া এলাকার মাদক স¤্রাট আমান মুন্সির ছেলে হাবিবুর এই শিশু অপহরনের সাথে জড়িত। এরা খুবই ভয়ঙ্কর।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক চিথলিয়ার কয়েকজন হিন্দু পরিবারের সদস্যরা জানান, আজকে এখানে পুলিশ পাহারা দেয়। তারপরে আমাদের কি হবে? এই এলাকায় আমরা কাদের আশায় থাকবো?

তারা জানায়, এই মামলার আসামীরা বেপরোয়া হয়ে আমাদের উপরে হামলা চালাতে পারে। এই আতঙ্কে বসবাস করার চেয়ে চলে যাওয়ায় ভালো।

মিরপুর উপজেলা পুজা উদযাপন পরিষদ’র সাধারণ সম্পাদক সুকেশ রঞ্জন পাল বলেন, দেবকে জীবিত উদ্ধার করা যায়নি। এটি আমাদের জন্য চরম দুর্ভাগ্যের ব্যাপার। তবে দেরীতে হলেও প্রশাসন যে অপহরণকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পেরেছে সেজন্য প্রশাসনের কাছে কিছুটা হলেও কৃতজ্ঞ।

অবশ্য কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী’র আবারও জানিয়েছেন দেব হত্যাকারীরা কেউ পার পাবেনা। ইতোমধ্যে মুল হোতাদের আইনের আওতায় আনা গেছে। দু’জন পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। তবে এটা ঠিক আমারা দেবকে জীবিত উদ্ধার করতে পারিনি। তবে অপহরণের সংবাদ শোনার পর থেকেই আমাদের পুলিশ ব্যাপক অভিযান শুরু করে। অপহরণের মাত্র কয়েক ঘন্টা পরই দেবকে হত্যা করে অপহরণকারীরা।

তবে এখনো হিন্দু অধ্যুষিত চিথলিয়ার ৩০-৩৫টি পরিবার এখনো আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে।

(কেকে/এসপি/ জুন ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test