E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ার ঐতিহ্যবাহী সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন 

২০১৮ জুন ৩০ ১৫:৫২:২৮
কেন্দুয়ার ঐতিহ্যবাহী সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন 

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাজিউড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় ২৮ জুন বৃহস্পতিবার। কেন্দুয়া থেকে ৪ কিলোমিটার দূরে ১১নং চিরাং ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাজিউড়া উচ্চ বিদ্যালয়। 

বিদ্যালয়টির পুরাতন পরিচালনা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটির জন্য মনোয়ন পত্র আহবান করা হয়। এতে ৪টি পুরুষ অভিভাবক পদের বিপরীতে ৬ জন, ১টি মহিলা অভিভাবক পদের বিপরীতে ২ জন মহিলা অভিভাবক মনোনয়ন পত্র জমা দেন। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু করে বিরামহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মোট ৮৫৭ ভোটারের মধ্যে ছাতা প্রতীকে ৪০৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন আব্দুল হেলিম ভূঞা, দোয়াত কলম প্রতীকে ৩৬১ ভোট পেয়ে পুতুল মিয়া, চেয়ার প্রতীকে ৩৫৪ ভোট পেয়ে শফিকুল ইসলাম বিল্লাল, মাছ প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে সত্যেন্দ্র চন্দ্র দেবনাথ ও গোলাপ ফুল প্রতীকে ২৯১ ভোট পেয়ে আবেদা আক্তার নির্বাচিত হন।

ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এই ফলাফল ঘোষনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু সাদেক, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুব আলম খান জরিপ প্রমুখ।

নির্বাচিত সদস্যরা বলেন, বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন, ও ইভটিজিং রোধ সহ শিক্ষার্থীদের স্কুল বান্ধব পরিবেশ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবেন।

(এসবি/এসপি/ জুন ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test