E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

অন্তর হত্যা, নগরকান্দায় আসামিদের ফাঁসির দাবিতে মহিলা আ.লীগের মানববন্ধন

২০১৮ জুলাই ০৩ ১৫:১২:৩২
অন্তর হত্যা, নগরকান্দায় আসামিদের ফাঁসির দাবিতে মহিলা আ.লীগের মানববন্ধন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আলাউদ্দিন মাতুব্বর অন্তরকে অপহরণ করে নিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। 

মঙ্গলবার সকালে নগরকান্দা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সালমা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার, জেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সঞ্চিতা সরকার, যুগ্ন সাধারন সম্পাদক চায়না আক্তার, ডাঙ্গী ইউনিয়ন সভাপতি মনি আক্তার প্রমুখ।

কতিপয় আসামীদের গ্রেফতার করা হয়েছে বাকী আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান বক্তারা। এ সময় এ চাঞ্চল্যকর হত্যা মামলাটি সুষ্ট তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার দাবি করেন।

(এনএস/এসপি/জুলাই ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২২ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test