E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নিজের সততার কারণেই এমপি পিন্টু আবারো দলের মনোনয়ন পাবেন’

২০১৮ জুলাই ০৩ ১৭:৪৫:৩৯
‘নিজের সততার কারণেই এমপি পিন্টু আবারো দলের মনোনয়ন পাবেন’

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনা- ৩ আসনের আওয়ামীলীগ দলীয় এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু নিজেকে কোন অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়াননি দাবি করে কেন্দুয়া উপজেলা বলাইশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান বলেন, নিজের সততা ও স্বচ্ছতার কারনেই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো দলের মনোয়ন পাবেন ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। 

মঙ্গলবার দুপুরে এই প্রতিনিধির সঙ্গে দেয়া এক সাক্ষাতকারে তিনি বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। কামরুজ্জামান বলেন, এমন কোন কারণ নেই যার জন্য তিনি মনোনয়ন পাবেন না। সর্বোচ্চ সততা স্বচ্ছতা এবং দূর্নিতি মুক্ত এমপি হিসেবে তিনি নিজেকে তুলে ধরতে পেরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও দুর্নীতি মুক্ত এবং দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় না দিয়ে সততা পোষন করেন।

দলের নেতাকর্মীদের সাথে এমপি পিন্টুর অনেক দূরত্ব রয়েছে এ প্রশ্নের জবাবে এমপির একনিষ্ঠ ব্যক্তি হিসেবে কামরুজ্জামান বলেন, নির্বাচনী এলাকার জনগন কোন মাধ্যম ছাড়াই সরাসরি এমপি পিন্টুর সঙ্গে কথা বলতে পারেন, তবে দলের যে সব নেতার ব্যক্তিগত চাহিদা পূরণ করতে পারেননা তারাই এমপি পিন্টু সম্পর্কে নানা অপকথা এবং বিভিন্ন প্রতিহিংসা মূলক বক্তব্য সমাজের বিভিন্ন স্থানে উপস্থাপন করছেন। কিন্তু এমপি পিন্টু এর কোন প্রতিউত্তর ক্ষোভ বা প্রতিহিংসা দেখাননা। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে কেন্দুয়া আটপাড়া নির্বাচনী এলাকায় মাদক, জুয়া, যাত্রা, ষাড়ের লড়াইয়ের বিরুদ্ধে আপোষহীন। এসবের কোন আশ্রয় প্রশ্রয় দেননি।

কামরুজ্জান বলেন, নির্বাচনী এলাকায় এম.পি পিন্টুর কোন টেন্ডারবাজ বা কোন বাহিনী নেই, যারা সমাজকে অস্তির করে সামাজিক শৃংখলা বিনষ্ট করে। তিনি সর্বদাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকার পক্ষে কাজ করে যাচ্ছেন।

(এসবি/এসপি/জুলাই ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test