E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ে চার বারের সভাপতি কামরুজ্জামান

২০১৮ জুলাই ০৩ ১৭:৫১:৪৫
কেন্দুয়া গোপালপুর উচ্চ বিদ্যালয়ে চার বারের সভাপতি কামরুজ্জামান

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হলেন অব: সার্জেন্ট ও বলাইশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত তিনি আহবায়ক কমিটির সভাপতি ২ বার এবং নির্বাচিত সভাপতি হয়েছেন দুই বার। 

সূত্রে জানা যায়, ৩ বার সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষার মান ও সেনিটেশন ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছেন। সাড়ে ১৩ লাখ টাকা ব্যয়ে ৯০ হাত লম্বা আধা পাকা ভবন এবং ৩০ হাত লম্বা বাউন্ডারী দেয়াল নির্মান করেছেন। স্থাপন করেছেন অফিস ও শ্রেণি কক্ষে বৈদ্যুতিক পাখা।

১০০টি আর.এফ.এল বেঞ্চ সহ কাঠের চেয়ার টেবিল চাহিদা মোতাবেক তৈরি করেছেন। কামরুজ্জামান বলেন ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এম.পির সার্বিক সহযোগিতায় এসব উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলছে।

শিক্ষার মান উন্নয়নের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ২০১৪ সালের পর থেকে জে.এস.সি এবং এস.এস.সি পরীক্ষা জি.পি.এ ৫ পাওয়া শুরু করেছে ছাত্র-ছাত্রীরা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চার জন্য খেলার উপযোগী একটি মাঠ সংস্কার করা হয়েছে। তাছাড়া প্রতিবছর মা সমাবেশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় ফাঁকি দিতে পারে না।

সভাপতি কামরুজ্জামান বলেন, বর্তমান মেয়াদে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে দুটি পাকা ভবন নির্মান করবেন। এসব নির্মাণ কাজ প্রক্রিয়াধীন আছে। তিনি মেধাবী শিক্ষার্থীদের খুব তাড়াতাড়ি সংবর্ধনা দেবেন বলে জানান। শিক্ষার উন্নয়নে এলাকার সকল শ্রেণি পেশার মানুষকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।

(এসবি/এসপি/জুলাই ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test