E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ১০০ মেধাবী শিক্ষার্থী পেল বাইসাইকেল

২০১৮ জুলাই ০৩ ১৮:৩৩:০৫
বাগেরহাটে ১০০ মেধাবী শিক্ষার্থী পেল বাইসাইকেল

শেখ আহসানুল করিম, বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলার একশত জন শিক্ষার্থী পেল বাইসাইকেল। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসনের দেয়া এসব বাইসাইকেল শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান বলেন, বাগেরহাট সদর উপজেলা উন্নয়ন তহবিল থেকে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদানের উদ্যোগ নেয়া হয়। এরপর সদর উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশত জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীকে বাছাই করেন স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। বাছাকৃত ওইসব শিক্ষার্থীদেরকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।বাইসাইকেল পেয়ে খুশি শিক্ষার্থীরা।

এছাড়াও একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক প্রদত্ত অনুদানের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে তিনটি ইজিবাইক বিতরন করা হয়।

(এসএকে/এসপি/জুলাই ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test