E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরায় পৃথক তিন মামলায় তিনজনের যাবজ্জীবন 

২০১৮ জুলাই ০৪ ১৬:১৫:৩৬
সাতক্ষীরায় পৃথক তিন মামলায় তিনজনের যাবজ্জীবন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : শিশু পাচার, গৃহপরিচারকা ও প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত পৃথক তিনটি মামলায় তিন ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পৃথক জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসেন আরা আক্তার এক জনাকীর্ণ আদালতে এসব আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের জগদীশ্বরকাটি গ্রামের কাশেম আলী গাইনের ছেলে গোলাম রসুল(২৫), একই উপজেলার মৌতলা গ্রামের কাজী গিয়াসউদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৩৩) ও তালা উপজেলার আটরুই গ্রামের মোকাম মোল্ল্যার ছেলে নূর ইসলাম (৪০)। সকল আসামী পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়নপুর গ্রামের কাশেম মল্লিকের ছেলে করিম মল্লিকের একটি খাওয়ার হোটেল ছিল। হোটেল ব্যবসা পরিচালনা করতেন করিম মল্লিকের স্ত্রী। শহিদুল ইসলাম নামে করিম মল্লিকের চার বছরের এক শিশু ছিল। ২০০৫ সালের ২৯ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জগদীশ্বরকাটি গ্রামের গোলাম রসুল হোটেল মালিকের কাছে ভাত চেয়ে সেখানে কাজ করার কথা বলে। ওই দিন বিকেল চারটার দিকে গোলাম রসুল মালিকের ছেলে শহীদুলকে নিয়ে হোটেলের সামনে খেলা করছিল। কিছুক্ষণ পর তাদেরকে আর পাওয়া যায়নি। পরদিন সকাল ৯টার দিকে করিম মল্লিক লোকমুখে জানতে পারেন যে তার ছেলে শহীদুল ও গোলাম রসুল ফরিদপুরে জনতার হাতে আটক হয়েছে। খবর পেয়ে পুলিশ শহীদুলকে উদ্ধার ও গোলাম রসুলকে আটক করে।

এ ঘটনায় করিম মল্লিক বাদি হয়ে গোলাম রসুলের নাম উল্লেখ করে ২০০৫ সালের ৩০ জুলাই কালিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৬(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুর রহিম ওই বছরের ১৪ আগষ্ট এজাহারভুক্ত আসামীর নামে অভিযোগপত্র দাখিল করেন।

ছয়জন সাক্ষীর জবানবন্দি ও মামলার নথি পর্যালোচনা শেষে আসামী গোলাম রসুলের বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

অপরদিকে কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের এক দরিদ্র নারী প্রতিবেশী ফারুক আহম্মেদ ওরফে বাবুর বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো। রাতে সে গৃহকর্তার রান্না ঘরে থাকতো। একই গ্রামের হাফিজুর রহমান তাকে মাঝে মাঝে কু’প্রস্তাব দিতো। বিষয়টি হাফিজুরের বাবা গিয়াসউদ্দিন ও মা মমতাজ বেগমকে জানায় ওই গৃহপরিচারিকা। তারা তাকে ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে।

মামলার ছয় মাসে আগে বিয়ের কথা বলে রান্না ঘরের দরজা খুলে ফেলে ওই নারীকে ধর্ষণ করে হাফিজুর। পরবর্তীতে সে পাঁচ মাসের অন্তঃস্বত্বা হয়ে পড়লে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করলে ওই নারী বাদি হয়ে হাফিজের নাম উল্লেখ করে ২০০৯ সালের ১৩ মার্চ কালিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার দাস ২০০৯ সালের ১৯ এপ্রিল এজাহারভুক্ত আসামীর নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার নথি ও পাঁচজন সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা শেষে আসামী হাফিজুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

অপরদিকে তালা উপজেলার আটারই গ্রামের এক প্রতিবন্ধি নারীকে তার বসতঘরে দু’জনের সহযোতিায় আসামী একই গ্রামের নুর ইসলামের সহযোগিতায় ২০১০ সালের ১৭ জানুয়ারি রাত ১০টার দিকে ধর্ষণ করে। ধর্ষিতার পরিবারের লোকজন নুর ইসলামকে আটক করে বিয়ের আয়োজন করে।

খবর পেয়ে এলাকার প্রভাবশালীরা বাধা দিলে নুর ইসলাম পালিয়ে যায়। পরদিন ধর্ষিতার ভাই বাদি হয়ে নূর ইসলাম, খায়রুল মোড়ল ও তার স্ত্রী নাজমা বেগমের নাম উল্লেখ করে তালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা তালা থানার উপপরিদর্শক খাদিজা বেগম ২০১০ সালের ২২ এপ্রিল এজাহারভুক্ত আসামীদের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার নথি ও সাতজন সাক্ষীর জবানবন্দি পর্যালোচনা শেষে আসামী নুর ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জজ কোর্টের বিশেষ পিপি অ্যাড.এসএম জহুরুল হায়দার বাবু।

(আরকে/এসপি/জুলাই ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test