E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে সংঘর্ষে আহত সাইদুরের মৃত্যু

২০১৮ জুলাই ০৪ ১৭:২১:৫৭
মদনে সংঘর্ষে আহত সাইদুরের মৃত্যু

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে দু-পক্ষের সংঘর্ষে আহত সাইদুর রহমান খানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা হাসপাতালে প্রেরণ করলে যাওয়ার পথে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বুধবার মদন থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার সিংহের বাজারের গোলাপ মিয়ার চায়ের স্টলে বিশ্বকাপ ফুটবল ব্রাজিল ও মেক্সিকোর খেলা দেখার সময় বৃষ্টি শুরু হলে বাইরে থাকা দর্শক স্টলের ভেতরে প্রবেশ করতে চাইলে রাজদেওতলা গ্রামের সাইদুর রহমান খানের ছেলে ছোটনের পায়ে নোয়াগাও গ্রামের ওয়াহাব ফকিরের ছেলে রাকিবের পা লেগে যায়।

এ নিয়ে দু-জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে সাইদুর রহমানের মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। আসামী পক্ষের লোকজন বাড়ি-ঘর থেকে গবাদী পশু ও মালামাল অন্যত্র সরিয়ে নেবার সময় অর্ধশতাধিক গরু বিপক্ষ দলের লোকজন ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুহাম্মদ শাহজাহান মিয়া বুধবার ঘটনা স্থল পরিদর্শন করে আর কোনো ঘটনা যাতে না ঘটে উভয় পক্ষকে সতর্ক করেন।

এ ব্যাপারে বাউশা গ্রামের বৃদ্ধা ফুলচেরা বানু জানান, সাইদুর রহমানের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়লে নোয়াগাও গ্রামের সংঘর্ষে জড়িত লোকজন আমাদের বাড়িতে ৮টি গরু বেধে রাখে। রাত ৯টার দিকে মাখনা গ্রামের ইব্রাহিম ও রাজ্জাকের নেতৃত্বে অর্ধশতাধিক লোক ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ৮টি গরু জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ সময় বাউশা গ্রামের ডালিমের একটি দুধের গাভীসহ আশেপাশের বাড়ি থেকে৩০/৩৫টি গরু এই চক্রটি নিয়ে যায়।

ওসি মোঃ শওকত আলী জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে গরু ছিনিয়ে নেয়ার বিষয়ে কেউ অভিযোগ করেনি।

(এএমএ/এসপি/জুলাই ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test