E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষা ছাড়া কোন দেশের উন্নয়ন সম্ভব নয় : মুহিত

২০১৮ জুলাই ০৫ ১৭:০৬:২৭
শিক্ষা ছাড়া কোন দেশের উন্নয়ন সম্ভব নয় : মুহিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : ‘এবারের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। শিক্ষা ছাড়া কোন দেশের উন্নয়ন সম্ভব নয়। যতক্ষন পর্যন্ত একজন মানুষ শিক্ষা গ্রহণ করবে না ততোক্ষন পর্যন্ত সে আশরাফুল মাখলুকাতের অর্ন্তভূক্ত হবে না।’

আজ বৃহস্পতিবার দিনাজপুরের পার্বতীপুরে নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ে প্রায় ২কোটি ৯৫ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্ভোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত একথা বলেন।

ডাঙ্গার হাট নুরুল হুদা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারএমপি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ ম মু নুরুল আনাম, সাবেক সচিব ও অনির্বান বাংলাদেশের চেয়ারম্যান লুৎফুল্লাহিল মজিদ, জেলা প্রশাসক আবু নঈম মোঃ আব্দুস সবুর, পুলিশ সুপার হামিদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হক, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা মাধ্যমিক ও উচ্চ মাধমিক শিক্ষা সচিব আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক রেজাউল করীমসহ আরো অনেকে।

(আরবি/এসপি/জুলাই ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test