E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রের উপর হামলা, বিক্ষোভ মিছিল

২০১৮ জুলাই ০৭ ২৩:৫৩:২০
কেন্দুয়ায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রের উপর হামলা, বিক্ষোভ মিছিল

সমরেন্দ্র বিশ্বশর্মা কেন্দুয়া (নেত্রকোনা) : ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মজলিশপুর উচ্চ বিদ্যালয়ে প্রধানশিক্ষকের কক্ষে হামলা ও ভাংছুরের ঘটনা ঘটে। বহিরাগতদের অতর্কিত হামলায় দশম শ্রেণির ছাত্র জুনাইদ আহম্মদ মারাত্মক ভাবে আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে শনিবার বেলা অনুমান দেড়টার দিকে।

এ ঘটনার পর সাধারন ছাত্র-ছাত্রীরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে তাৎক্ষনিকভাবে বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পেমই পুলিশ তদন্তকেন্দ্রের দিকে ছুটে যায়। ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র খালিজুড়া গ্রামের আলী আহম্মদের ছেলে সৌরভ আহম্মেদ ও সালেহ আহম্মদের ছেলে অভিক আহম্মেদ দুজনই ব্রাজিল সমর্থক।

অপরদিকে একই গ্রামের মৃত আনসারুল হকের ছেলে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জুনাইদ আহম্মেদ আর্জেন্টিনা সমর্থক। দুটি দলই আগে ও পরে হেরে যাওয়ায় ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে অভিকের ভাই লিংকনের সঙ্গে বাড়িতে জুনাইদের কথা কাটাকাটি হয়। পরে বিদ্যালয়ে এসেও সৌরভ ও অভিকের সঙ্গে কথা কটাকাটির এক পর্যায়ে জুনাইদ সৌরভকে থাপ্পর মারে। পরে তারা দুজনই উত্তেজিত হয়ে জোনাইদকে মারতে উদ্যত হলে শিক্ষকরা তিনজনকেই ডেকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সৌরভকে থাপ্পর মারার খবর পেয়ে তার ভাই, বাবা সহ ৫/৬ জন লাঠিশোটা নিয়ে এসে প্রধান শিক্ষকের কক্ষে হামলা চালিয়ে জুনাইদকে টেনে হিছড়ে বের করে বিদ্যালয়ের মাঠে ফেলে বেধড়ক মারপিট শুরু করে।

শিক্ষকরা জুনাইদকে সেখানথেকে উদ্ধার করে ষষ্ঠ শ্রেণির একটি কক্ষে নিয়ে গেলে সেখানে গিয়েও জুনাইদের উপর তারা হামলা চালায়। এ ঘটনায় সাধারন ছাত্র-ছাত্রীদের মাঝে আতংক ও উত্তেজনা ছড়িয়ে পরে। ছাত্র-ছাত্রীরা তাৎক্ষনিকভাবে বিক্ষোভ মিছিল বের করে। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ায় বিকালে অষ্টম ও দশম শ্রেণির পরিক্ষা স্থগিত করা হয়। এ ব্যপারে সৌরভের বাবা আলী আহম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, সকালে বাড়িতে ঝগড়া হয়েছিল। পরে বিদ্যালয়ে এসে জুনাইদ সৌরভকে মারপিট করে। এখবর পেয়ে সৌরভের ভাই ও চাচাতো ভাইয়েরা বিদ্যালয়ে এসে জুনাইদকে মারপিট করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দেবনাথ ও সহকারী শিক্ষক মোতাহার হোসেন বিপ্লব জানান, তিন ছাত্রের মধ্যে খেলা নিয়ে বিশৃংখলা দেখা দিলে ৩ জনকেই ডেকে প্রধান শিক্ষকের কক্ষে বসিয়ে তাদের কথা শুনছিলাম। এসময় সৌরভ ও অভিকের বহিরাগত লোকজন এসে অতর্কিত ভাবে হামলা চালিয়ে টেনে হিছরে জুনাইদকে মাঠে নিয়ে বেধড়ক মারপিট করে। পরে সেখানথেকে উদ্ধার করে ষষ্ঠ শ্রেণির একটি কক্ষে নিয়ে গেলেও সেখানে গিয়েও তারা হামলা চালায়। প্রধান শিক্ষক জানান, সাধারন ছাত্রছাত্রীরা এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ায় বিকালের অষ্টম ও দশম শ্রেণির পরিক্ষা স্থগিত করা হয়েছে।

জুনাইদের ভাই আরিফুজ্জামান নিউটন জানান, তার ভাইয়ের অবস্থা আশংকাজনক। মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে জুনাইদ। কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) স্বপন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

(এসবি/এসপি/জুলাই ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test