E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সড়ক মেরামতে নিম্ন মানের কাজে ঠিকাদারকে সহযোগিতা, রায়গঞ্জের উপ-সহকারী প্রকৌশলী অবরুদ্ধ

২০১৮ জুলাই ০৮ ২২:৩৫:২৮
সড়ক মেরামতে নিম্ন মানের কাজে ঠিকাদারকে সহযোগিতা, রায়গঞ্জের উপ-সহকারী প্রকৌশলী অবরুদ্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সড়ক মেরামতে নিম্ন মানের কাজে ঠিকাদারকে সহযোগিতা করায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা বাজারে রায়গঞ্জ উপজেলা উপ-সহকারি প্রকৌশলী ফরিদুল ইসলামকে অবরুদ্ধ করে স্থানীয় জনতা।

রবিবার বেলা ১১ টার দিকে এঘটনা ঘটে। পরে স্থানীয় রাজনৈতিক নেতা কর্মিরা জনতার রোশানল থেকে ওই প্রকৌশলীকে উদ্ধার করে।

এলাকাবাসী জানান-ঘুড়কা বাজার থেকে পুরাতন ইউনিয়ন পরিষদ আঞ্চলিক সড়কটির কার্পেটিং উঠে খানাখন্দে পরিনত হয়। এতে মেরামতের কাজ পায় মেসার্স রশিদ ট্রেডার্স। স্থানীয় জনতার অভিযোগ নিষেধ করার পরও নি¤œ মানের মেরামতের কাজ চলছিল সড়কটিতে। জনতার নিষেধ উপেক্ষা করায় তারা উপ-সহকারি প্রকৌশলীকে অবরুদ্ধ করে রাখে এবং ঠিকাদারের রোলার মেশিনসহ সরাঞ্জামাদী আটকে রাখে।

এ ব্যাপারে উপ-সহকারি প্রকৌশলী ফরিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অবরুদ্ধের ঘটনাকি স্বিকার করলেও নিম্ন মানের কাজের কথা অস্বিকার করেন।

(এমএসএম/এসপি/জুলাই ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test