E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ১৭ মাদকসেবীর কারাদণ্ড 

২০১৮ জুলাই ০৯ ১৪:৫৯:০৫
উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ১৭ মাদকসেবীর কারাদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ১৭ মাদকসেবীকে আটকের পর প্রত্যেকের দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এ দণ্ডাদেশ দেন।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যা ব-১২ স্পেশাল কোম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত মো. সাকিবুল ইসলাম খান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সলঙ্গা থানার হাসানপুর গ্রামের মো. বদ্দু খান (২৯), চড়িয়া এলাকার রওশন আলী (৬২), কামারখন্দ থানার জৈঙ্গলগাতী গ্রামের মনি (২৮), উল্লাপাড়া উপজেলার পাট তেতুলিয়া এলাকার বাবুল শেখ (৩৩), রংপুর জেলার কোতোয়ালি থানার নিশপদগঞ্জ শতরঞ্জীপাড়া এলাকার মাসুদ রানা (২৮), উল্লাপাড়া উপজেলার নয়নগাঁতী গ্রামের নুরুল ইসলাম (রিপন), সিংহগাতীর ফিরোজ (১৯), শ্যামলীপাড়ার রানা (৩০), শ্যামগাতীর সাইফুল ইসলাম (৩১), ভট্ট কাওয়াক এলাকার দুলাল প্রামানিক (৪৫), শ্যামপুরের হাবিল ইসলাম (২০), ঝিকিড়া তালুকদারপাড়ার রঞ্জু খান (৩৫), এনায়েতপুরের আরিফুল (২৯), ঝিকিরা মহল্লার নজরুল (৪০), আদর্শগ্রামের আব্দুস সালাম (৪৫), রামকান্তপুর এলাকার আলহাজ (৩৫) ও জাহিদুল (২১)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব কমান্ডার জানান, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকা এবং সলঙ্গার হাটিকুমরুল গোল চত্বর এলাকায় একাধিক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

(এমএসএম/এসপি/জুলাই ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test