E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়গঞ্জে কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া

২০১৮ জুলাই ০৯ ১৫:৩৫:৫২
রায়গঞ্জে কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া

সিরাজগঞ্জ প্রতিনিধি : মাত্র ২০ দিন আগেও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে ৪০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে। বৃষ্টির অজুহাত দেখিয়ে সেই কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে।

(৯ই জুলাই) সোমবার বিকেলে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজার,পাঙ্গাসী বাজার, ব্রম্মগাছা বাজার ও বৈকুন্ঠপুর বাজারে ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবছরে রোজার মধ্যে তুলনামূলক ভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কম ছিল।

তবে ঈদুল ফিতরের পর থেকে হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বাড়তে থাকে। বৃষ্টির কারণে মরিচ উৎপাদন কারীদের ক্ষতি হয়েছে এমন কথা বলে ব্যবসায়ীরা কাঁচা মরিচের দাম বেশী নিচ্ছে বলে জানান ব্রম্মগাছা ইউনিয়নের অন্তগত চাঁদপুর গ্রাম থেকে ধানগড়া বাজারে কাচা মরিচ ক্র‍য় আসা ডা.হবিবুর রহমান।

তিনি আরো বলেন,৪০ টাকা কেজির কাঁচা মরিচের দাম বাড়তে বাড়তে এখন ১৫০ টাকা হয়েছে। বাজারের দুজন ক্ষুদ্র ব্যবসায়ী শামীম সরকার ও আবদুল্লাহ হেল কাফি জানান, তিন দিন আগেও কাঁচা মরিচের কেজি ছিল ১০০ টাকা। কিন্তু মোকামে দাম বাড়ার কারণে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

ধানগড়া বাজারের একজন বড় ব্যবসায়ী নাজির হোসেন বলেন, কাঁচামালের দাম কখন কত বাড়বে, এটা বলা যায় না। আমদানির ওপর এসব জিনিসের দাম নির্ভর করে বলে জানান তিনি।
হঠাৎ করে কাঁচা মরিচের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করে করছেন অনেকেই।

বৃষ্টিতে গাছ নষ্ট হলে বাজারে কাঁচা মরিচ পাওয়া যাবে না। কিন্তু সরবরাহ প্রচুর দেখা যাচ্ছে। অথচ দাম নাগালের বাইরে। এটা ব্যবসায়ীদের কারসাজি বলে তিনি মন্তব্য করেন অনেক ক্রেতারা।

এ ব্যাপারে উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের বানিজ্য বিভাগের শিক্ষক মাসুদ রানা বলেন, ‘আয় না বাড়লেও বিভিন্ন সময়ে ব্যয়ের মাত্রা বাড়তেই থাকে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে আমাদের মতো নির্দিষ্ট আয়ের লোকজনের ভোগান্তির শেষ থাকে না।

তিনি বাজার নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। উপজেলার বেতুয়া গ্রামের প্রবীণ আজাহার আলী বলেন, এখন সবাই মরিচ-পেঁয়াজ সবকিছুর জন্য বাজারের ওপর নির্ভরশীল। তাই ব্যবসায়ীরা সুযোগ পেলেই এসব জিনিসের দাম বাড়িয়ে দেয়।

(এমএএম/এসপি/জুলাই ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test