E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে মানবতার বাপ-মা আজও মরেনি 

২০১৮ জুলাই ১০ ১৫:০৬:৫৫
সিরাজগঞ্জে মানবতার বাপ-মা আজও মরেনি 

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ বড়পুলের পশ্চিম পাশ্বে অথাৎ ২নং খলিফা পট্রি রোডের নিউ ফ্রেস ওয়াশ আব্দুল আওয়ালের দোকানে হাল্কা বৃষ্টির কারণে (১০ জুলাই) মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে দাঁড়িয়ে ছিলাম। দেখলাম এক পুলিশ সদস্য একজন মহিলা বৃদ্ধাকে হাত ধরে রাস্তা পার করে দিচ্ছেন। 

একটু পরে আরেক প্রতিবন্ধিকেও রাস্তা পার করে দিলেন চিত্রটা আমার চোখে পড়ল। অটো রিক্সার ঠ্যালায় বয়স্ক মানুষটা প্রায় দিশেহারা, পুলিশ সদস্য নিজে পরম মমতায় ভদ্রলোকটিকে রাস্তা পার করে দিলেন। আমরা প্রায়ই কারণে অকারণে পুলিশ বাহিনীকে গালি দিতে কেউই কম করি না। কিন্তু সত্যি করে বলুন তো,পুলিশের কয়টা অন্যায় আপনি নিজ চোখে দেখেছেন?

কতোটা অন্যায় আপনার সঙ্গে করেছে তারা একটু ভেবে দেখুন? যতটা না নিজে দেখেছেন তার চেয়ে বেশি বদনাম আপনি পুলিশ সম্পর্কে শুনে শুনে করছেন। কেন রে ভাই? পুলিশদের সম্পর্কে বলার মতো কি কিছুই নাই? সম্ভাবনা কি কিছুই নাই? ইতিবাচক গল্পটা তুলে অানুন না একটু।

দৃষ্টিভঙ্গিটা বদলান, দেখবেন মানবতার বাপ-মাসহ পুরো পরিবার দেখতে পাবেন। পুলিশ সম্পর্কে
হাজারো ইতিবাচক গল্প খুঁজে পাবেন আপনার চারপাশে।

(এমএএম/এসপি/জুলাই ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test