E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে এলজিইডি এর মাস্টাররোল ও প্রকল্পের চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন 

২০১৮ জুলাই ১০ ১৫:২৪:৫৪
টাঙ্গাইলে এলজিইডি এর মাস্টাররোল ও প্রকল্পের চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন 

টাঙ্গাইল প্রতিনিধি : চাকুরী জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে এলজিইডি এর মাস্টাররোল ও প্রকল্পের সকল কর্মকর্তা কর্মচারীরা।

আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে এলজিইডি ও মাস্টারসহ বিভিন্ন প্রকল্পের কয়েকশ‘ কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন, এলজিইডি কর্মচারী ঐক্যপরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. কাউসার মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরে আলম, সহসভাপতি মিন্টু মিয়া, মো. খলিল মিয়া, মো. কাশেম মিয়া প্রমুখ।

তারা জানান, দীর্ঘ ২০ বছর যাবত মাস্টাররোলে বিভিন্ন পদে চাকুরী করে এখন পর্যন্ত চাকুরী জাতীয়করণ না হওয়ায় অনেকেই পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাবপন করছেন।

এদিকে এ বিষয়টি নিয়ে ইতিমধ্যে হাইকোর্ট ও সুপ্রীমকোর্ট রায় দিয়েছে তাদের চাকুরী জাতীয়করণের জন্য। তারা হাইকোর্ট ও সুপ্রীমকোর্ট সেই রায় বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা কামনা করেছেন।

(এনইউ/এসপি/জুলাই ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test