E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদক ইভটিজিং বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন কুমুদিনী সরকারি কলেজের ছাত্রীদের

২০১৮ জুলাই ১০ ১৭:০৫:৫৪
মাদক ইভটিজিং বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন কুমুদিনী সরকারি কলেজের ছাত্রীদের

টাঙ্গাইল প্রতিনিধি : মাদক, ইভটিজিং, বাল্যবিবাহকে লাল কার্ড ও সত্যবাদিতা, মানবতা ও দেশপ্রেমকে সবুজ কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল কুমুদিনী সরকারী কলেজে লাল সবুজ উন্নয়ন সংঘ এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান। সভাপতিত্ব করেন কুমুদিনী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শরীফা রাজিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোপী নাথ দত্ত, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক এসএম সাখাওয়াত হোসেন, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি অরণ্য ইমতিয়াজ প্রমুখ।

স্বাগত বক্তৃতা করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। সভার এক পর্যায় কুমুদিনী সরকারী কলেজের ছাত্রীরা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করেন।

(এনইউ/এসপি/জুলাই ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test