E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কালিগঞ্জের কুখ্যাত হরিণ শিকারী সাত্তার মোড়লের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

২০১৮ জুলাই ১০ ১৮:৩৫:৩০
কালিগঞ্জের কুখ্যাত হরিণ শিকারী সাত্তার মোড়লের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : “হরিণ শিকার বন্ধ কর, বণ্যপ্রাণী রক্ষা কর, সুন্দরবন বাঁচাও’ শ্লোগানে” সুন্দরবনের কুখ্যাত হরিণ শিকারী, সুন্দরবন ও জীববৈচিত্র ধ্বংসকারী জাপা নেতা সাত্তার মোড়লকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আশাশুনি-সাতক্ষীরা সড়কে সাতক্ষীরা সচেতন নাগরিক সমাজ এ কর্মসুচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক অ্যাড. ফাহিমুল
হক কিসলু, জেএসডির জেলা সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, ডেইলি সাতক্ষীরা’র সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাতক্ষীরা
পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, আ’লীগ নেতা সবুর খান প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের কোরবান আলী মোড়লের ছেলে সাত্তার মোড়ল তালিকাভুক্ত চিহ্নিত হরিণ শিকারি। বাংলাদেশে যে পরিমান হরিণ
শিকার করেছে তার অর্ধেক হরিণ শিকার করেছে সাত্তার মোড়ল নিজে। ২০১০ সালের ৫ নভেম্বর রাত ১১টার দিকে সুন্দরবনের চুনকুড়ি নদীর কালিয়া সংযোগ খালের তীরে হরিণ শিকার করার সময় সাত্তার মোড়ল ও তার কয়েকজন সহযোগি স্পীড বোর্ড ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় পুর্ব বনবিভাগের নলিয়ান ফাঁড়ির কর্মকর্তা নাইমুল ইসলাম বাদি হয়ে পরদিন খুলনার জ্যেষ্ট বিচারিক হাকিম দাকোপ আদালতে সাত্তার মোড়লসহ সাত জনের নামে মামলা(সিআর ৬৭২/১০) দায়ের করেন। ২০১১ সালের ১৬ জানুয়ারি রফিকুল ইসলাম ও ফরিদ খানের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলেও সাত্তার মোড়ল, মাহাবুবর রহমান উজ্জ্বল, আব্দুল হামিদ লাল্টু, আনছার আলী ও নুর ইসলামকে অব্যহতি দেওয়া হয়।

একইভাাবে ২০১৪ সালের ৩ মে দুপুর একটার দিকে সুন্দরবনের পাটকোষ্টা খাল এলাকায় হরিণ শিকারের সময় বনবিভাগ ও কোষ্টগার্ড সাত্তার মোড়লের ব্যবহৃত একটি স্পীড বোর্ড, একটি ট্রলার, তিনটি বন্দুক , বেশ কিছু পরিমান রান্না করা হরিণের মাংশ ও কাচা হরিণের মাংশ উদ্ধার করে। এ ঘটনায় তিন সহযোগিকে গ্রেফতার করা হলেও সাত্তার মোড়ল, শ্যামনগরের পাতাখালির আজিজ শিকারীসহ চারজন পালিয়ে যায়। পাটকোষ্টা টহল ফাঁড়ির কর্মকর্তা মোজাহারুল হক বাদি হয়ে খুলনা আদালতে বন আইনে একটি মামলা(সিআর-৫২/১৪নং) দায়ের করেন। পরবর্তীতে যথাযথ ঠিকানা নির্ধারণ করতে না পারার কারণ দেখিয়ে ত্তার মোড়লসহ চারজনকে অব্যহতি দেওয়া হয়।

বক্তারা আরো বলেন, সাত্তার মোড়ল সুন্দরবন থেকে শুধু হরিণ শিকার নয়। বাঘ পাচারের সাথেও জড়িত। সুন্দরবনের গাছপালা কেটে উজাড় করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন। ২০০২ সালে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা হারেছ চৌধুরীর সঙ্গে সখ্যতা গড়ে তুলে বন্দকাটি গ্রামে শাওন ফিস সংলগ্ন জমিতে হরিণ, কুমীর, সারস পাখিসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী পালন করে আসছেন। যদিও ওয়ান ইলাভেনে এ
নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় কুমীর, পাথি ও বেশ কিছু প্রাণী ছেড়ে দিতে হয়। অবৈধ অর্থ ও সুন্দরবনের হরিণের মাংস বিভিন্ন দপ্তরে পাঠিয়ে সে বহাল তবিয়ত রয়েছেন। সাত্তার মোড়লের বিরুদ্ধে তার
বাগান বাড়িতে ফুর্তি করতে নিয়ে আসা এক মাঝ বয়সী নারীকে ২০০২ সালের ৮ আগষ্ট গোয়ালঘেষিয়া নদীর কালিকাপুরের চরে গোলপাতা বহনকারি নৌকায় রেখে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ রয়েছে। যা’ জনকণ্ঠ পত্রিকায় ছাপা হয়।

বক্তারা আরো বলেন, গত ৯ জুলাই রাত ১০টার দিকে সুন্দরবনের শুকদী গুবদী খালের কোষ্টগার্ড ও বনবিভাগ অভিযান চালিয়ে সাত্তার মোড়ল, তার কয়েকজন সহযোগী ও শ্যামনগর থানার উপপরিদর্শক লিটন মিয়া, উপপরিদর্শক হাবিবসহ ছয় পুলিশ সদস্য, সাত্তার মোড়লসহ কয়েকজনকে ২০টি হরিণ ও কয়েকটি বন্ধুকসহ আটক করলেও প্রভাব খাটিয়ে সাত্তার মোড়ল কয়েকজন সহযোগিসহ পুলিশ ছাড়া পায়।

পরে পুলিশ নাটকীয়ভাবে নিজেদের ফেরেশতা সাজিয়ে শিকারী মঞ্জু ও মহিবুল্লাহ, তিনটি জবাই করা হরিণ ও তিনটি বন্দুকসহ আটক দেখায়। উপপরিদর্শক লিটন মিয়া বাদি হয়ে সাত্তার মোড়লসহ তিনজনকে আসামী করে শ্যামনগর থানায় গত ৯ জুলাই মামলা দায়ের করে। আগামি এক সপ্তাহের মধ্যে সাত্তার মোড়লকে গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসুচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিক মঞ্চের সদস্য সচিব আলী নুর খান বাবুল।

এ ব্যাপারে মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় তার ব্যবহৃত মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

(আরকে/এসপি/জুলাই ১০, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test