E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিদ্যুৎ বিল বকেয়া

সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, তথ্য সেবা কেন্দ্র অচল

২০১৮ জুলাই ১১ ১৬:১৪:৪১
সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, তথ্য সেবা কেন্দ্র অচল

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন পরিষদে বিদ্যুৎ সংযোগ নেই ১২ দিন হলো।৬৫ হাজার টাকা বিল বকেয়া থাকায় গত ২৮ জুন ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। এতদিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

বর্তমান সরকার ইউনিয়ন পরিষদকে ডিজিটাল করতে অনেক ইতিবাচক উদ্যোগ নিয়েছে। এ জন্য চালু করা হয় ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র। আর ইউনিয়ন পরিষদের বেশিরভাগ কাজ এখন তথ্যসেবা কেন্দ্র থেকেই করা হয়। কিন্তু বেলতৈল ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় তথ্যসেবা কেন্দ্রের কম্পিউটার, প্রিন্টার ও ক্যামেরাসহ সব বিদ্যুৎ চালিত যন্ত্র অচল হয়ে পড়ে রয়েছে। এতে থমকে আছে ইউনিয়নের কাজকর্ম। ইউনিয়ন অফিসের একটি রুম ভুমি অফিস ব্যবহার করেন। সেখানে গিয়ে দেখা যায় অন্ধকারে কাজ করছে সবাই। কথা হয় ভুমি অফিসের নায়েব মাহবুবুল হোসেন তিনি জানান আমি প্রতিমাসে ৩০০ টাকা করে সচিব সাহেবের কাছে দেই তবু আমরা এখন অন্ধকারে আছি।

(১০ ) জুলাই সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, পরিষদ সচিব গোলাম কিবরিয়া রাসেলের রুম ও তথ্য সেবা কেন্দ্র তালাবন্ধ।শুধুমাত্র চেয়ারম্যানের রুম খোলা ফ্যান না চলায় প্রচণ্ড গরমে ঘামছেন তিনি।এই প্রতিনিধি যাওয়ার পর খবর পেয়ে ১২ টার দিকে অফিসে চলে আসেন সচিব।

ভুক্তভোগীদের দাবি সচিব নিজের ইচ্ছামত চলেন। সচিবের সাথে কথা হলে জানান আগামী ২/৩ দিনের মধ্য বিল পরিশোধ করা হবে। ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা মাসুদ জানান, বিদ্যুৎ না থাকায় তাদের কাজের খুব সমস্যা হচ্ছে। প্রতিদিনই কেউ না কেউ সেবা নিতে এসে না পেয়ে ফিরে যাচ্ছেন। অফিসের কম্পিউটার, প্রিন্টারগুলো অচল হয়ে পড়ে আছে।ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা বেশ কয়েকজন জানান ৩/৪ দিন ধরে ঘুরেও একটি কম্পিউটারাইজড ‘জন্ম নিবন্ধন’ নিতে পারিনি। এভাবে প্রতিদিন অনেক লোক সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।আবার বেশিভাগ সময় সচিব সকাল ১১ টার আগে পরিষদে আসে না।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস হোসেন ফুল বকেয়া বিলের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি দায় এড়িয়ে বলেন, ‘আমরা আগামী সপ্তাহে বিদ্যুৎ বিল পরিশোধ করে দিবো । তারা সংযোগ লাগিয়ে দিবে।‘

খুকনী সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মীর নুর মোহাম্মদ জানান,বেলতৈল ইউনিয়ন পরিষদের কাছে ৬৫ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। চেয়ারম্যান সাহেব বেশ কয়েক বার সময় নিয়েও বকেয়া বিল না দেওয়ায় গত ২৮ জুন তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন খান জানান, ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আমার জানা ছিল না যেহেতু এখন জানলাম আমি খুব দ্রুত চেয়ারম্যান কে নির্দেশ দিবো বিল পরিশোধ করার জন্য।

(এমএসএম/এসপি/জুলাই ১১, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test