E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমতলীতে মুজিব কোট নিয়ে কটুক্তি!

২০১৮ জুলাই ১১ ১৮:৪২:০৮
আমতলীতে মুজিব কোট নিয়ে কটুক্তি!

আমতলী (বরগুনা) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব কোটকে নিয়ে কটুক্তি করলেন সোহাগ বিশ্বাস নামের এক যুবক। সে মুজিব কোটকে বালের সাথে তুলনা করে কটুক্তি করেছেন। এ ঘটনায় আমতলী সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। অনতিবিলম্বে ওই সোহাগ বিশ্বাসকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার দাবী জানিয়েছেন সাধারণ মানুষ।

জানা গেছে, আমতলী পৌর শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা হোটেল ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান বিশ্বাসের ছেলে সোহাগ বিশ্বাস। ঢাকা লেখাপড়া অবস্থায় ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িয়ে পরেন। ওই সময় থেকে সোহাগ বিশ্বাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন কর্মকান্ড নিয়ে অশ্লীল মন্তব্য করে আসছে। সম্প্রতি সোহাগ বিশ্বাস তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজ বুক আইডিতে সোহাগ বিশ্বাসের ওয়ালে সোহাগ বিশ্বাস নিজে চশমা চোখে মুজিব কোট পরিহিত মোটর সাইকেল সামনে রেখে একটি ছবি আপলোড করেছেন।

ওই ছবির উপরে ফাহাদ ফকির নামের এক লোক বন্তব্য করেছেন, গায়ে মুজিব কোট চোখে জিয়া চশমা ভালোই লাগে। ফাহাদের মন্তব্যের জবাবে সোহাগ বিশ্বাস লিখেছেন বাল কোট বা চশমা কি কারো নিজস্ব সম্পতি? আমার বাপের টাকা দিয়ে কিনছি। তাই এর নিজস্ব কোন নাম আমার কাছে নেই। এখন এটা সোহাগের কোট, সোহাগের চশমা। সোহাগ বিশ্বাসের মুজিব কোটকে নিয়ে কটুক্তির ঘটনা মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। সাধারণ মানুষ এই সোহাগ বিশ্বাসকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার দাবী করেছেন।

এছাড়া সোহাগ বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে আমতলীর রাজনৈতিক নেতাদের নামে মিথ্যা ও কাল্পনিক গল্প রটনা করে আসছে। এ ঘটনা নিয়ে ২০১৫ সালে পুলিশ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করে। ওই মামলায় সোহাগ বিশ্বাস হাজত বাস করেছেন। এদিকে মুজিব কোট নিয়ে কটুক্তি’র ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে সোহাগ বিশ্বাস গা-ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুব হোসেন বলেন, মুজিব কোট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তিকারী বখাটে সোহাগ বিশ্বাসকে আইনের আওতায় এনে বিচার দাবি করছি। পুলিশ কটুক্তিকারী সোহাগ বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যে কোন মূল্যে ওকে প্রতিহত করা হবে।

তিনি আরো বলেন, এই বখাটে সোহাগ বিশ্বাস শিবিরের রাজনীতির সাথে জড়িত। ২০০৯ সালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করেছে। ২০১৫ সালে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। কিন্তু দলের কিছু নেতার কারনে বারবার অপরাধ করে সোহাগ পার পেয়ে যাচ্ছে।

মুজিব কোট নিয়ে কটুক্তিকারী সোহাগ বিশ্বাসের সাথে তার মুঠোফোন (০১৭১৭৫৮০২৪৭) যোগাযোগ করা হলে ফোনে রিং বাজলেও তিনি ফোন ধরেননি।

আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিএম দেলওয়ার হোসেন বলেন, মুজিব কোটকে কটুক্তি করা মানে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করা, স্বাধীনতাকে অবিশ্বাস করা। মুজিবকোট নিয়ে কটুক্তিকারী সোহাগ বিশ্বাসকে আইনের আওতায় এনে বিচার দাবী করছি।

(এন/এসপি/জুলাই ১১, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test