E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতার উপর হামলাকারীদের শাস্তি ও মামলা প্রত্যাহারের দবিতে মানববন্ধন

২০১৮ জুলাই ১২ ১৬:১৯:২২
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতার উপর হামলাকারীদের শাস্তি ও মামলা প্রত্যাহারের দবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত ৩০ জুন দুর্বত্তদের হামলায় আহত ছাত্রলীগ নেতা মজিবুর রহমানের উপর হামলাকারীদের শাস্তি ও রাজনৈতিক প্রতিহিংসা মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ঈশ্বরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও  কলেজ শাখা ছাত্রলীগ। আজ দুপুর সাড়ে ১২টায় কলেজ গেইটের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কলেজের কয়েকশ ছাত্রছাত্রী অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চন, ছাত্রলীগ নেতা রায়হান আহমেদ বাবু, রানা আহমেদ, শিক্ষার্থী কানিজ ফাতিমা পর্ণা ও রমজান আলী। এ সময় ছাত্রছাত্রীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন প্রভাষক আব্দুল্লাহ আল মামুন কামাল, সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা হানিফ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান জুয়েল।

উল্লেখ্য, গত ৩০শে জুন পৌর সদরের হাসপাতাল রোডে মারফত চেয়ারম্যান প্লাজার সামেন ছাত্রলীগ নেতা মজিবুর রহমানের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে মারাত্মক আহত করে। বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আছেন। ঘটনার পর দিন ১ জুলাই বিষয়টি নিয়ে আহত মজিুবুর রহমানের বড় ভাই আতাউর রহমান বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ইতোপূর্বে উপজেলা ছাত্রলীগ উক্ত হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে বিক্ষোভ অবরোধ ও মানববন্ধন করেছে।

(এনআইএম/এসপি/জুলাই ১২, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test