E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তিযুদ্ধের জ্বলন্ত ইতিহাস খুঁজছে ‘জনগল্প ৭১’

২০১৮ জুলাই ১৩ ১৫:১৭:৪৮
মুক্তিযুদ্ধের জ্বলন্ত ইতিহাস খুঁজছে ‘জনগল্প ৭১’

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : আজ ১৩ ই জুলাই শেরপুর ডায়াবেটিক সমিতির সভাকক্ষে "জনগল্প৭১" নামে একটি যুক্ত সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মুক্তিসংগ্রাম জাদুঘর শেরপুর সদর উপজেলা নেটওয়ার্ক এর সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

জনগল্প ৭১ এর পক্ষে ছিলেন নিশাদ জাহান রানা প্রতিষ্ঠাতা সভাপতি, মিলা মাহফুজা যুক্ত সংগঠনের ব্যবস্থাপক, এবং জনগল্প ৭১ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজা হক।

সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিসংগ্রাম জাদুঘর শেরপুর সদর উপজেলা নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক শামিম হোসেন, জনউদ্যোগের এর আহ্বায়ক আবুল কালাম আজাদ, শহীদ পরিবারের সদস্য শিক্ষাবিদ সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, শহীদ পরিবারে সদস্য ও শেরপুর জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম সেলিম, রজীবার সভাপতি সোহেল রানা সহ অন্যান্য সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় শেরপুরের মুক্তিযুদ্ধের ঘটনা রেকর্ড ও ইতিহাস লিপিবদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সে সময় জনগল্প৭১ এর প্রধান বলেন , প্রতি বছর ৭১ টি গল্প নিয়ে একটি করে বই প্রকাশ করা হবে।

(বিজ্ঞপ্তি/এসপি/জুলাই ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test