E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় জোয়ারের পানিতে বাঁধ ভেঙ্গে প্লাবিত

২০১৪ জুলাই ১৩ ১৭:১১:১৫
বরগুনায় জোয়ারের পানিতে বাঁধ ভেঙ্গে প্লাবিত

বরগুনা প্রতিনিধি : দূর্যোগপ্রবন উপকূলীয় জেলা বরগুনার পায়রা ও বিষখালী নদীতে গতকাল রবিবার পূর্নিমার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে বাঁধ ভেঙ্গে প্রায় ৩৫ টি গ্রাম প্লাবিত হয়েছে।

বেড়ী বাঁধের বাইরে নদী তীরবর্তী খোট্টার চর, জয়ালভাঙ্গা, চরপাড়া, গাবতলী, নলবুনিয়া, নিন্দধার চর, আশারচর, ছোট আমখোলা, নিশানবাড়িয়া, চরপাড়াগুচ্ছ গ্রামসহ প্রায় ৩৫ টি গ্রাম এতে প্লাবিত হয়েছে। জোয়ারের তোড়ে তালতলী উপজেলার তেতুলবাড়িয়া ও বালিয়াতলী বেড়িবাঁধ

ভেঙ্গে পানি ঢুকে ৭টি গ্রাম তলিয়ে গেছে। এছাড়া বরগুনা সদর উপজেলার ̧লিশাখালী, বাইনচটকি, পাথরঘাটা উপজেলার রুপধোন, কালমেঘা, বেতাগী উপজেলার সরিষামুড়ি, মোকামিয়া, কালিকাবাড়ি ও বামনা উপজেলার রামনা, উত্তরকাকচিড়া, পুরাতনবামনা, চেচান ও খোলপটুয়া সহ প্রায় ২৫টি গ্রামে গত কয়েকদিন ধরে বেরিবাঁধ উপচে পানি ঢুকে প্লাবিত হচ্ছে। ফলে পানিকে তলিয়ে গেছে আবাদি জমি সবজিক্ষেত, মাছের ঘের সহ অনেক ঘরবাড়ি। বর্তমানে পানিবন্ধী অবস্থায় রয়েছে ঐ সব এলাকার বসবাসরত প্রায় ৫০ হাজার মানুষের।

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে ও রবিবার দুদফায় বিষখালী ও পায়রা নদীতে পুর্নিমার জোয়ায়ে ও পূবালী বাতাশের কারনে অস্বাভাবিক ভাবে জোয়ারের পানি বেড়ে যায়।

পানি উন্নয়ন বোর্ড বরগুনার উপ-বিভাগীয় প্রকৌশলী গাজী নূর মোহাম্মদ জানান, স্বাভাবিকের চেয়ে রবিবার পায়রা নদীতে বিপদ সীমার আড়াই থেকে তিন ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় তালতলীর অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিনি আরো বলেন, সিডরের পর ক্ষতিগ্রস্থ বেড়ি বাঁধ সঠিকভাবে পুনঃ নির্মান না হওয়ায় অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে।

(এমএইচ/জেএ/জুলাই ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test