E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

২০১৮ জুলাই ১৪ ১৬:৪৪:৪৮
গৌরীপুরে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার (১৪ জুলাই) ময়মনসিংহের গৌরীপুরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা নানা মাঙ্গলিক কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে পৌর শহরের গোবিন্দ জিউর মন্দিরে সকাল থেকে জগন্নাথ দেবের পূজার্চনা, শ্রীমদ্ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তন ও নারী-পুরুষ ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দুপুর ১২টায় পূজারী জগন্নাথ দেবের প্রতিমা মাথায় নিয়ে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সুসজ্জিত রথটিকে ১৪ বার প্রদক্ষিণ করে রথে জগন্নাথ দেবেরে প্রতিমা স্থাপন করা হয়।

পরে মন্দির প্রাঙ্গন থেকে শত শত ভক্তপ্রাণ নারী-পুরুষ ঢাক-ঢোল কাশর বাজিয়ে ও উলু ধ্বনির মাধ্যমে রথটি শহর দিয়ে টেনে নিয়ে কালিপুর বাগানবাড়ি গোবিন্দজিউর মন্দিরে রথযাত্রার সমাপ্তি করে। আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসরে সূচনা হয়ে শেষ হবে আগামী ২২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে। এ উপলক্ষ্যে বাগানবাড়ি গোবিন্দ জিউর মন্দিরে ৯ দিনব্যাপি হরিনাম সংকীর্তন, শ্রীমদ্ভাগবত পাঠ, প্রসাদ বিতরনসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

(এসআইএম/এসপি/জুলাই ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test