E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে বাংলা জার্মাণ সম্প্রীতি প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ

২০১৮ জুলাই ১৬ ১৫:৫৯:৪৬
টাঙ্গাইলে বাংলা জার্মাণ সম্প্রীতি প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে এসইআইপি প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র, নিয়োগপত্র ও র্স্টাটআপ চেক বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহম্মেদ প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

সোমবার দুপুরে টাঙ্গাইল কোদালিয়া বিজিএস ভোকেশনাল ট্রেনিং সেন্টারে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলা জার্মাণ সম্প্রীতি (বিজিএস) প্রকল্পের নির্বাহী পরিচালক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহম্মেদ।

বিশেষ অতিথির বক্তৃতা করেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক নেছার উদ্দিন জুয়েল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপক মো. আবুল কাশেম প্রমুখ।

(এনইউ/এসপি/জুলাই ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test