E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে বিএনপি-জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

২০১৪ জুলাই ১৩ ২১:১৭:০০
বরিশালে বিএনপি-জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

বরিশাল প্রতিনিধি : হরতাল অবরোধ চলাকালে পুলিশের উপর হামলা ও  ইটপাটকেল নিক্ষেপের দায়ে বিএনপি জামায়াতের ৪৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে মালার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ সাইদুল হক সরদার। রবিবার বিকেলে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেছেন বলে জানান ওই কর্মকর্তা।

অভিযুক্তরা হলেন, বিএনপি নেতা শামিম রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. কামরুল ইসলাম শাহীন, বিএম কলেজ ছাত্রদল সভাপতি মশিউর রহমান মঞ্জু, খন্দকার আবুল হোসেন লিমন, আফরোজা খানম, জামায়াতের মহানগর আমির মোয়াজ্জেম হোসেন হেলাল ও শিবিরের সেক্রেটারী আব্দুল্লাহ আল নাহিয়ানসহ ৪৫ নেতা কর্মী।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ দলীয় জোট নগরীর পোর্টরোর্ডে অবরোধ করে। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ আহত হয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ শামিম ও তছলিমসহ ৩০জন আটক করে কারাগারে প্রেরণ করেন। পরে তদন্ত শেষে ৪৫ জনের বিরুদ্ধে আজ আদালতে চার্জশিট প্রদান করা হয়।

(বিএস/অ/জুলাই ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test