E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি ২ লক্ষাধিক টাকার সম্পদ লুট 

২০১৮ জুলাই ১৬ ১৭:২৭:৫৪
ধামইরহাটে গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি ২ লক্ষাধিক টাকার সম্পদ লুট 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে গৃহকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অন্তত ২লক্ষাধিক টাকার সম্পদ লুণ্ঠন করেছে। 

জানা গেছে, রবিবার দিনগত রাত ১টায় দিকে ধামইরহাট পৌরসভায় অন্তর্গত দক্ষিণ চকযদু (টিএন্ডটি) এলাকার ঢেউটিন ব্যবসায়ী মোঃ জাহির উদ্দিনের বাসায় ডাকাত চড়াও হয়।

এ ব্যাপারে গৃহকর্তা জাহির উদ্দিন (৪৮) বলেন, প্রতিদিনের ন্যায় রাতে পরিবারের সকল সদস্য খেয়ে দেয়ে শুয়ে পড়েন। রাত ১টার দিকে ১০-১২ জনের মুখোশপরা ডাকাতদল জানালার গ্রিল খুলে জানালার পাল্লা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।

ডাকাতরা অস্ত্রের মুখে তার ছেলে সোয়াইব (১৪) ও তার নিজের হাত-পা ও চোখ বেঁধে রেখে নগদ টাকা ও সোনার গহনা বের করে দেয়ার জন্য বুকে ধারালো চাকু ধরে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে ঘরের সকল জিনিসপত্র তছনছ করে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা, ৩ভরি সোনার গহনা, ৯ভরি রুপার গহনাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, পত্নীতলা সার্কেলের (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শামীউল আলম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ বলেন, খবর পেয়ে রাতেই পুলিশের দল ঘটনাস্থলে যায় এবং বিভিন্ন দিকে তল্লাশি চালিয়ে ডাকাতদলকে ধরার জন্য চেষ্টা চালানো হচ্ছে। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

(বিএম/এসপি/জুলাই ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test