Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

সলঙ্গায় বুদ্ধি প্রতিবন্ধি সুজন নিখোঁজ

২০১৮ জুলাই ১৭ ১৬:৩৭:৫২
সলঙ্গায় বুদ্ধি প্রতিবন্ধি সুজন নিখোঁজ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় বুদ্ধিপ্রতিবন্ধি সুজন (১৯) প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ হয়েছে। তাকে খুজে না পেয়ে তার পরিবার দুচিন্তায় দিনাতিপাত করছে। 

সে সলঙ্গা থানার বনবাড়িয়া আবাসন প্রকল্পের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলেসুজনের বড় ভাই নজরুল ইসলাম জানান, সুজন সলঙ্গা বাজারের বিভিন্ন হোটেলে ও চা-স্টলে দিন মজুরী খাটতো। রোজার দ্বিতীয় দিন থেকে সে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনসহ সম্ভাবো স্থানে খুজে তাকে পাওয়া যাচ্ছে না।

সুজনের মা তাসলিমা খাতুন বলেন- আমার ছেলে পাগল। সে গায়ে গতরে খেটে খায় আমার সুজন কারো ক্ষতি করেনি। সুজনের খোঁজ পেতে আমি সবার সহযোগীতা চাই। সন্ধান দাতাদের এই-০১৯৯৬-৯১৭৭০৬ নম্বরে যোগাযোগ কারার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।

(এমএসএম/এসপি/জুলাই ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

২১ এপ্রিল ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test