E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুয়াকাটার ভাঙন কবলিত এলাকা পরিদর্শণ করেছেন এমপি মাহবুবুর রহমান

২০১৮ জুলাই ১৮ ১৬:১৪:২৯
কুয়াকাটার ভাঙন কবলিত এলাকা পরিদর্শণ করেছেন এমপি মাহবুবুর রহমান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত ও মাঝিবাড়ি ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ এলাকা পরিদর্শণ করেছেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার এমপি। বুধবার বেলা ১২ টার পর তিঁনি কুয়াকাটা সৈকতের জিড়ো পয়েন্ট ও মূল বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখেন।

কুয়াকাটার মূল সৈকত ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়ায় উদ্বেগ ও উৎকন্ঠা ছড়িয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে। সাগরের ভয়াবহ ভাঙ্গনে মাত্র এক সপ্তাহে অন্তত ২০ ফুট মূল সৈকতসহ রাস্তা সাগর গর্ভে চলে গেছে। ভেঙ্গে ভাসিয়ে নিয়ে গেছে সৈকত ঘেষা কুয়াকাটা জাতীয় উদ্যান ও লেম্বুরচর বনাঞ্চলের শতশত বিভিন্ন প্রজাতির গাছ।

সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার উপস্থিত সাংবাদিকদের বলেন, কুয়াকাটা সৈকত রক্ষা ও বেড়িবাঁধ প্রটেকশন কাজ দ্রুতই শুরু হবে। এ সময় কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান, কুয়াকাটা পৌরসভার মেয়র আঃ বারেক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট আকন, কলাপাড়া পৌর কাউন্সিলর নাসির উদ্দিন সোহাগ উপস্থিত ছিলেন।

(এমকেআর/এসপি/জুলাই ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test