E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমতলীতে শহীদদের স্মরনে ১৪ হাজার গাছের চারা রোপন

২০১৮ জুলাই ১৮ ১৭:৪৯:০৮
আমতলীতে শহীদদের স্মরনে ১৪ হাজার গাছের চারা রোপন

আমতলী (বরগুনা) প্রতিনিধি : সারা দেশের ন্যায় বুধবার সকাল ১০টায় আমতলীতে শহীদদের স্মরনে ১৪ হাজার ১শ, ৪০ টি গাছের চারা রোপন করা হয়। 

এ উপলক্ষে আমতলী এ,কে, হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী পৌর মেয়র ও আমতলী উপজেলা আওয়ামীলীগ সম্পাদক এবং আমতলী এ,কে, হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো: মতিয়ার রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন মিলন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আকমল হোসেন, বন কর্মকর্তা মো: কুদ্দুস, সহকারী শিক্ষা কর্মকর্তা মেহেরুন নেছা, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: জাকির হোসেন ও প্রধান শিক্ষক মো: আ; মন্নান প্রমুখ।

সভা শেষে স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেয়র মো: মতিয়ার রহমান। আমতলী শিক্ষা কর্মকর্তা মো: মজিবুর রহমান জানান, ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরনে বন বিভাগের সহযোগিতায় আমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয় সমূহে ১৪ হাজার ১শ ৪০টি ফলদ বৃক্ষ রোপন করা হয়।

(এন/এসপি/জুলাই ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test